পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Money Recovery: শহরে ফের টাকার স্তূপের হদিশ, এবার নিউটাউনে উদ্ধার প্রায় 4 কোটি

আবার শহরে তল্লাশি চালিয়ে টাকার পাহাড় খুঁজে বের করল পুলিশ। নিউটাউনে একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 3 কোটি 96 লক্ষ টাকা উদ্ধার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ (4 crore cash recovered from a fake call centre) ৷

Etv Bharat
শহরে ফের টাকার স্তূপের হদিশ

By

Published : Mar 8, 2023, 8:44 PM IST

Updated : Mar 8, 2023, 9:10 PM IST

নিউটাউনে উদ্ধার প্রায় 4 কোটি টাকা

কলকাতা, 8 মার্চ: পার্থ-অর্পিতা কাণ্ডের পর ওয়াকিবহাল মহল জানিয়েছিল, বেআইনি উপায়ে গচ্ছিত টাকার স্তূপ শহরে খুঁজলে আরও পাওয়া যাবে ৷ ভবিষ্যদ্বাণী সত্যি করে কলকাতা শহরে পরবর্তীতে উদ্ধার হয়েছে আরও টাকার পাহাড় ৷ বুধবার আবার শহরে তল্লাশি চালিয়ে টাকার পাহাড় খুঁজে বের করল পুলিশ। নিউটাউনে একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 3 কোটি 96 লক্ষ টাকা, একাধিক সোনার আংটি এবং গয়না উদ্ধার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ (4 crore cash recovered from a fake call centre in New Town)। ভুয়াে কল সেন্টারের নাম করে ওই কল সেন্টারে প্রতারণা চলত বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার তদন্তে নেমে গত 4 মার্চ বিধাননগর কমিশনারেটর গোয়েন্দা বিভাগের তরফে ভিন রাজ্যের 4 জন যুবককে ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে সেক্ষেত্রে 13 লক্ষ টাকা উদ্ধার করেছিলেন গোয়েন্দারা। ধৃত দুই যুবককে লাগাতার জেরা করে হাওড়া-লিলুয়ায় গোয়েন্দারা হানা দিয়েছিলেন ৷ হানা দিয়ে পরবর্তীতে আরও দু'জনকে গ্রেফতার করা হয় এবং বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। ধৃত চারজনকে নিজেদের হেফাজতে নিয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং নিউটাউনের বুকে একাধিক কল সেন্টারের হদিশ পান তাঁরা ৷

আরও পড়ুন:সাইবার দস্যুদের ফাঁদে উত্তম কুমারের আত্মীয়

বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে তাদের কাছে অভিযোগ আসছিল ভুয়ো কল সেন্টারগুলির বিষয়ে ৷ ধৃত চারজনকে জেরে করে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে গোয়েন্দারা ভিনরাজ্যের আরও দু'জনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় ৷ তাদের লাগাতার জেরা করে গোয়েন্দারা জানতে পারেন বিভিন্ন জায়গায় ভুয়ো কল সেন্টার তৈরি করে বিদেশি এবং বিভিন্ন প্রবীণ নাগরিকদের দীর্ঘদিন ধরে প্রতারণা করছে কিছু মানুষ। এদিন তারই ভিত্তিতে নিউটাউনের একটি কল সেন্টারে হানা দেয় পুলিশ ৷ হানা দিয়ে সেখান থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বহুমূল্যের ঘড়ি, 3 কোটি 96 লক্ষ টাকা-সহ ছ'টি বিলাসবহুল গাড়ি। অভিযুক্তদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তার সন্ধান পেতে চান গোয়েন্দারা।

Last Updated : Mar 8, 2023, 9:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details