পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইকো পার্ক থানার অদূরে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪ - নিউটাউনে গ্রেপ্তার নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত চার

গতকাল রাতে নিউটাউনের রাম মন্দিরের কাছে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ।

4-accused-arrested-in-gang-rape-of-minor-girl-in-newtown
4-accused-arrested-in-gang-rape-of-minor-girl-in-newtown

By

Published : Dec 5, 2020, 1:28 PM IST

নিউটাউন, 5 ডিসেম্বর : নিউটাউনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার যুবক । আজ সকালে অভিযুক্তদের গ্রেপ্তার করে ইকোপার্ক থানার পুলিশ । শুক্রবার রাতে ঘটনাটি ঘটে নিউটাউনের ইকো পার্ক থানার অদূরে একটি নির্জন মাঠে ।

গতকাল রাতে নিউটাউনের রাম মন্দিরের কাছে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । পুলিশ সূত্রে খবর, একজন যুবক ওই নাবালিকার পূর্ব পরিচিত ছিল । বাড়ি থেকে নাবালিকাকে ডেকে আনে ওই যুবক । তারপর একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে চারজন মিলে ধর্ষণ করে । ধৃতদের আজ আদালতে তোলা হবে । পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে ।

আরও পড়ুন :'21-এর নির্বাচনে দায়িত্ব দেওয়া হোক কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কমিশনে আর্জি বিজেপি-র

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই গণধর্ষণ কাণ্ডে আর কেউ জড়িত আছে কি না তার খোঁজ চালাবে পুলিশ । এদিকে নিউটাউনের মতো একটি জায়গায় গণধর্ষণের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।

ABOUT THE AUTHOR

...view details