কলকাতা, 20 মে : সুস্থ হয়েছেন এমন বহু সংখ্যক কোরোনা রোগীকে একইদিনে এর আগে M R বাঙুর হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছিল । এবার সেই তালিকায় নাম জুড়ল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের । সুস্থ হয়েছে এমন 39 জনকে একসঙ্গে এই হাসপাতাল থেকে গতকাল ছুটি দেওয়া হয়েছে ।
টালিগঞ্জে অবস্থিত M R বাঙুর হাসপাতাল থেকে 2 মে সুস্থ 40 জন কোরোনা রোগীকে ছুটি দেওয়া হয়েছিল । 4 মে ফের এই হাসপাতালের সুস্থ 68 জনকে ছুটি দেওয়া হয় । হাওড়ার ফুলেশ্বরে কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত একটি বেসরকারি হাসপাতাল থেকে 8 মে সুস্থ 36 জনকে ছুটি দেওয়া হয় । এবার এই হাসপাতালগুলির পথে হেঁটে গতকাল একসঙ্গে সুস্থ 39 জন কোরোনা রোগীকে ছুটি দিল কলকাতা মেডিকেল কলেজ । এই প্রথম মেডিকেল কলেজ থেকে সুস্থ কোরোনা রোগীদের ছুটি দেওয়া হল ।
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, এই 39 জনের মধ্যে 25 জন কলকাতার বাসিন্দা । ছয়জন উত্তর 24 পরগনার ও ছয়জন দক্ষিণ 24 পরগনার । একজন পূর্ব মেদিনীপুরের এগরার ও বাকি একজন দুর্গাপুরের বাসিন্দা । এই 39 জনের মধ্যে তিনজন কলেজ ছাত্রী ।
কোরোনার চিকিৎসার জন্য কলকাতাসহ এরাজ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে এখনও পর্যন্ত 69 হাসপাতালকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর । এগুলির মধ্যে কলকাতা মেডিকেল কলেজকে কোরোনা চিকিৎসায় টারশিয়ারি(সর্বোচ্চ) লেভেলের হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে ।
অন্যদিকে গতকাল সল্টলেকে কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত একটি বেসরকারি হাসপাতাল থেকেও সুস্থ চারজন কোরোনা রোগীকে ছুটি দেওয়া হয়েছে । গতকাল সকাল 9 টা পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে রাজ্য স্বাস্থ্য দপ্তর কোরোনা সংক্রান্ত বুলেটিন প্রকাশ করেছে । সেই বুলেটিন অনুযায়ী, গতকালের হিসাব নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 1 হাজার 74 জন । কোরোনা আক্রান্তের সংখ্যা 2 হাজার 961 ।