কলকাতা, 10 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতায় আরও এক চিকিৎসকের(32) মৃত্যু হল । মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । এই নিয়ে রাজ্যে 30 জনেরও বেশি চিকিৎসকের মৃত্যু হল ।
রাজ্যে কোরোনায় মৃত্যু 32 বছরের চিকিৎসকের - কোরোনাভাইরাস নিউজ
কোরোনায় আক্রান্ত হন 32 বছরের এক চিকিৎসক । চিকিৎসাধীন ছিলেন । গতকাল তাঁর মৃত্যু হয় ।
4 অগাস্টের পর মাত্র পাঁচদিনের ব্যবধানে গতকাল ওই চিকিৎসকের মৃত্যু হয় । 4 অগাস্ট COVID-19-এ আক্রান্ত 36 বছরের এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে । গতকাল যে চিকিৎসকের মৃত্যু হয়েছে, তিনি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রী রোগ বিভাগে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন ।
চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস' ফোরামের তরফে জানানো হয়েছে, ওই চিকিৎসকের মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের ICU-তে চিকিৎসা চলছিল । কোরোনায় আক্রান্ত হওয়ায় তাঁর বিভিন্ন অঙ্গ অকেজো হতে শুরু করেছিল । সেপসিস দেখা দেয় । কিডনিতেও সমস্যা শুরু হয়েছিল । তিনবার হার্ট অ্যাটাক হয় । শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি ।
4 অগাস্ট মুকুন্দপুরের অন্য একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসকের মৃত্যু হয়েছিল । তিনি ওই হাসপাতালে কর্মরত ছিলেন । কোরোনায় সংক্রমিত হওয়ার পর বেসরকারি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না । তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয় । ফুসফুস কাজ না করায় এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এর সাপোর্টেও রাখতে হয় । শেষ পর্যন্ত এই তরুণ চিকিৎসককেও আর বাঁচানো সম্ভব হয়নি ।
COVID-19-এ এখনও পর্যন্ত এরাজ্যে 30জনেরও বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে । মৃত এই চিকিৎসকদের মধ্যে 32বছর বয়সি এই চিকিৎসক সর্বকনিষ্ঠ ।