পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় বিদেশী নোটসহ উদ্ধার প্রচুর টাকা, সন্দেহ আন্তর্জাতিক যোগের - কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স

দমদম স্টেশন চত্বর থেকে বড় অঙ্কের টাকা উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে ।

money
উদ্ধার হওয়া টাকা

By

Published : Dec 6, 2019, 5:42 AM IST

কলকাতা, ৬ ডিসেম্বর : শহরে ফের বড় অঙ্কের টাকা উদ্ধার । শুধু টাকাই নয় সঙ্গে ডলার । এবার অঙ্কটা 14 লাখ 72 হাজার, সঙ্গে 32 হাজার মার্কিন ডলার । পুলিশের সন্দেহ, এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক যোগ । ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ কলকাতা পুলিশের টাস্কফোর্সের গোয়েন্দারা হাজির ছিল দমদম স্টেশন চত্বরে । খবর ছিল মোটা অঙ্কের হাওয়ালার টাকা ঢুকবে শহরে । সেইমতো এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ । জলপাইগুড়ির ময়নাগড়ের বাসিন্দা দীপক বিশ্বাস (29)-কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বর্তমানে তার ঠিকানা নাগেরবাজার । পুলিশের সন্দেহ, আজ উত্তরবঙ্গের ট্রেনে সে কলকাতায় ফেরে । ওই টাকা নেপাল কিংবা ভুটান হয়ে কলকাতায় ঢুকেছে । তার কাছে তল্লাশি চালাতে উদ্ধার হয় 14 লাখ 72 হাজার টাকা, সঙ্গে 32 হাজার মার্কিন ডলার । ওই টাকা এবং ডলার রাখার কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি সে । সেই সূত্রেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

ধৃত দীপক বিশ্বাস

তদন্তকারীদের সন্দেহ, রুট বদলেছে হাওয়ালা চক্রীরা । এবার তারা ধরেছে নেপাল কিংবা ভুটানের পথ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো খবর জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

ABOUT THE AUTHOR

...view details