পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: আজই আসছে 315, আরও 485 কোম্পানি বাহিনী চাইল কমিশন - পঞ্চায়েত নির্বাচন 2023

অবশেষে পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ ৷ এখন আপাতত 315 কোম্পানি বাহিনী এলেও আরও 485 কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিল কমিশন ৷

Etv Bharat
পঞ্চায়েত নির্বাচন 2023

By

Published : Jun 23, 2023, 1:20 PM IST

Updated : Jun 23, 2023, 3:00 PM IST

কলকাতা, 23 জুন:আদালতের নির্দেশ মেনে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে আসছে কেন্দ্রীয় বাহিনী এবং ভিন রাজ্যের পুলিশ ৷ জানা গিয়েছে, দুইয়ে মিলিয়ে আপাতত রাজ্যে আপাতত 315 কোম্পানি বাহিনী আসছে ৷ দীর্ঘ টালবাহানার পর অবশেষে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী । এই বিষয়ে কোথায় কত সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে শুক্রবার বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে । তবে এদিন 315 কোম্পানি বাহিনী এলেও বাকি 485 কোম্পানি চেয়ে আবারও রাজ্য নির্বাচন কমিশন চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে ৷

গতকাল বৃহস্পতিবার 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন । পাশাপাশি আগেই 22 কোম্পানির জন্য আবেদন জানিয়েছিল কমিশন । অর্থাৎ, সব মিলিয়ে রাজ্যে আসার জন্য চাওয়া হয়েছিল 822 কোম্পানি বাহিনী । তবে আজকের নির্দেশিকা অনুসারে প্রাথমিকভাবে 315 কোম্পানি আসতে চলেছে । শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে । এখনও পর্যন্ত 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যা ধাপে ধাপে বাড়ানো হবে ।

এর মধ্যে কোন ধরনের বাহিনী থেকে কতজন আছে একবার দেখে নেওয়া যাক :

সিএপিএফ 50, বিএসএফ 60, সিআইএসএফ 25, আইটিবিপি 20, এসএসবি 25, আরপিএফ 20, মোট সিএপিএফ 200 ৷ এছাড়াও বাকি 12টি রাজ্য থেকে স্পেশাল আর্মড পুলিশ ফোর্স 115 কোম্পানি আসতে চলেছে । জানা গিয়েছে, যে আজ বিকেল থেকেই রাজ্যে আসতে শুরু করবে বাহিনী । কিছু সংখ্যক বাহিনী আসবে ট্রেনে, বাকিরা গাড়িতে । তারপরই শুরু হবে রুট মার্চ থেকে শুরু করে এরিয়া ডোমিনেশন পেট্রোলিংয়ের কাজ । তবে এরপরে আর কত সংখ্যক বাহিনী আসবে তা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেই সূত্রের খবর ৷

আরও পড়ুন : প্রতি জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট নয়, হাইকোর্টে মামলা শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের

Last Updated : Jun 23, 2023, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details