কলকাতা, 25 জুন : মডেল উষসী সেনগুপ্তর হেনস্থার পরেই সিদ্ধান্ত নিয়েছিল লালবাজার । রাতের কলকাতায় বেপরোয়া বাইকের বিরুদ্ধে চালানো হবে অভিযান । এতে একদিকে যেমন কমবে দুর্ঘটনা, অন্যদিকে কমবে অপরাধ প্রবণতা । তারপর থেকে টানা চলছে রাতের কলকাতায় চেকিং। আর এতেই এল সাফল্য। সপ্তাহান্তে শুধু শনি-রবিবারেই তিন হাজারের বেশি মামলা করা হয় বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে । আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানিয়ে দিল লালবাজার।
প্রাক্তন মিস ইউনিভার্স ইন্ডিয়াকে বাইক গ্যাং হেনস্থা করার পর নড়েচড়ে বসে লালবাজার। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা প্রতিটি থানায় এবং DC-দের নির্দেশ দেন শহরের রাস্তায় বেপরোয়া বাইকবাহিনীকে পাকড়াও করতে। এরপরই পথে নামে পুলিশ । ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, শনিবার রাত 9 টা থেকে 1 টা পর্যন্ত শহরে মোট 48টি চেকিং পয়েন্ট তৈরি করে কলকাতা পুলিশ। এতেই সাফল্য আসে। প্রায় 2 হাজার 700 বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় । এর মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য 1 হাজার 278টি মামলা করা হয়। তিনজনে মিলে বাইক চালানো ও ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে 604টি বাইকের বিরুদ্ধে মামলা করা হয়েছে । মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে 121 জনকে আটক করা হয় । রবিবার রাতে 800টি মামলা করা হয়েছে। 25টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ট্র্যাফিক আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে পুলিশের তরফ থেকে।