কলকাতা, 11 অগাস্ট : ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত জমি জীবিকা ও বাস্তু কমিটির সদস্যদের অধিকাংশই আজ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । ভাঙড়ের পোলের হাট বাজারের কাছে দলীয় এক কর্মসূচিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাঁরা । এর ফলে ভাঙড় এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হল ।
পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে যুক্ত প্রায় 300 জনের তৃণমূলে যোগ - ভাঙড়
একসময় ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরির বিরোধিতা করে আন্দোলনে নেমেছিল জমি জীবিকা ও বাস্তু কমিটির সদস্যরা ৷ গতকাল তাঁদেরই প্রায় 300 জন সমর্থক নাম লেখাল রাজ্যের শাসকদলে ৷
ভাঙড়ে পাওয়ার গ্রিড তৈরি করা নিয়ে একসময় তৈরি হয়েছিল অগ্নিগর্ভ পরিস্থিতি । জমি জীবিকা ও বাস্তু কমিটির সঙ্গে রাজ্যের শাসক শিবিরের তৈরি হয় খণ্ডযুদ্ধ । পরিস্থিতি সেই সময় এমন পর্যায়ে পৌঁছায় যে সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন । তবে গতকাল মূল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা প্রায় 300 গ্রামবাসী যোগ দেন তৃণমূলে । ভাঙড়ের ভরকেন্দ্র, শ্যামনগর, স্বরূপনগর, মিদ্দে পাড়া, মাছিভাঙা গ্রামের জমি জীবিকা ও বাস্তু কমিটির সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ায় ওই এলাকায় পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন দুর্বল হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । এছাড়াও 2021 এর বিধানসভা নির্বাচনের আগে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত লোকজন তৃণমূলে যোগ দেওয়ায় শাসকদল বাড়তি সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে ।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বক্তব্য, "এলাকার মানুষদের ভুল বোঝানো হয়েছিল । নকশাল নেতা আর গ্রামের কিছু মানুষ পাওয়ার গ্রিড নিয়ে ভুল বুঝিয়ে ছিল । সে কারণে হিংসাত্মক ঘটনা ঘটেছিল । বর্তমান কোরোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ায়নি নকশালরা । তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন । যার জন্য জমি কমিটি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হলেন ।''