কলকাতা, 27 এপ্রিল : সংকট মেটাতে সামাজিক দূরত্ব মেনে রক্তদান করলেন 25 চিকিৎসক । তাঁদের সঙ্গে তিন ডাক্তারি পড়ুয়া সহ আরও পাঁচ জন রক্তদান করেন । ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা এবং ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের ছাত্র সংসদের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
সংকট মেটাতে কলকাতায় রক্তদান 25 চিকিৎসকের - wb_kol_03a_25_dental_doctors_donate_blood_refurnished_copy_7203421
ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা এবং ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের ছাত্র সংসদের উদ্যোগে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
গরমের সময় প্রতিবছর রক্তের সংকট দেখা দেয় । এবছর কোরোনার সংক্রমণের জেরে রক্তের সংকট আরও বেড়ে গেছে ৷ কারণ, রক্তদান শিবিরের আয়োজন করা যেমন যাচ্ছে না তেমন অনেকেই আতঙ্কে রয়েছে । রক্তদানের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের তরফে জানানো হয়েছে, কোরোনার প্রভাবে রাজ্যে রক্তের সংকট চলছে । জেলাগুলির তুলনায় কলকাতায় এই সংকট অনেক বেশি ৷ এই পরিস্থিতিতে আজ ডাক্তার আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালের 25 চিকিৎসক ও 3 জন ডাক্তারি পড়ুয়া রক্তদান করেন । রক্তদান করেন ডেন্টাল কলেজের এক কর্মী ও এক ব্যক্তি । আজ এখানে মোট 30 জন রক্তদান করেছেন । স্বাস্থ্য দপ্তরের মোবাইল ভ্যানে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সম্পাদক চিকিৎসক রাজু বিশ্বাস বলেন, " ব্লাড ব্যাঙ্কগুলিতে সারা বছর রক্তের চাহিদা থাকে ৷ অথচ, জোগান সীমিত । লকডাউনের জেরে পরিস্থিতি আরও খারাপ । তাই এই রক্তদান শিবিরের আয়োজন । সামাজিক দূরত্ব বজায় রেখে রাজ্য সরকারের সব নির্দেশ মেনেই আজ চিকিৎসকরা রক্তদান করেছেন । "