পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিষেকের সভায় গরহাজির 3 বিধায়ক, জল্পনা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সভা

তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে অসুস্থতার কারণে অভিষেকের সভায় উপস্থিত হতে পারেননি তিন বিধায়ক । কিন্তু সভায় গরহাজির থাকা মহেশতলার বিধায়ক দুলাল দাস ইটিভি ভারতকে বলেন,"অসুস্থ ঠিকই কিন্তু অভিষেকের সভার কোনও খবর পাইনি ।"

অভিষেকের সভায় গরহাজির 2 বিধায়ক
অভিষেকের সভায় গরহাজির 2 বিধায়ক

By

Published : Dec 27, 2020, 10:32 PM IST

Updated : Dec 27, 2020, 11:00 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবারের সভায় উপস্থিত ছিলেন না দলের তিন বিধায়ক । তা নিয়ে জল্পনা ছড়িয়েছে । এরা তিনজন হলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার, মহেশতলার বিধায়ক দুলাল দাস ও সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহ ।

10 ডিসেম্বর ডায়মন্ডহারবার গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । পথে তাঁর কনভয়ে হামলা চালানো হয় । এই নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি । আজ সেই ডায়মন্ডহারবারেই সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে সেই সভাতেই উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত থাকেন তিন বিধায়ক ৷

তৃণমূলের তরফে দাবি করা হয়েছে অসুস্থতার কারণে অভিষেকের সভায় উপস্থিত হতে পারেননি তিন বিধায়ক । কিন্তু সভায় গরহাজির থাকা মহেশতলার বিধায়ক দুলাল দাস ইটিভি ভারতকে বলেন,"অসুস্থ ঠিকই কিন্তু অভিষেকের সভার কোনও খবর পাইনি ।" যদিও এবিষয়ে ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদারের সঙ্গে যোগাযোগ করা যায়নি । কয়েকদিন আগেই বেসুরো শোনা গিয়েছিল তাঁকে । যোগাযোগ করা যায়নি সোনালি গুহর সঙ্গেও ৷

আরও পড়ুন :- স্থগিত কলকাতা বইমেলা

ডায়মন্ডহারবার কেন্দ্রের মোট 7 বিধায়কের মধ্যে সম্প্রতি কোরোনায় মৃত্যু হয়েছে ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের । বাকি ছ'জন হলেন ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহ, বজবজের বিধায়ক অশোক দেব, মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক মোল্লা এবং মহেশতলার বিধায়ক দুলাল দাস ।

Last Updated : Dec 27, 2020, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details