কলকাতা/ব্যারাকপুর, 18 ডিসেম্বর: সংসদে অনুপ্রবেশ কাণ্ডে কলকাতায় এলেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের তিনজন আধিকারিক ৷ আজ সকালেই মহানগরীতে এসে কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষণ ধরে এই ঘটনার মূল চক্রী ললিত ঝায়ের কলকাতার বাসস্থানে তল্লাশি অভিযান চালালেন তাঁরা ৷ 218 রবীন্দ্র সরণীর বাড়িতে অভিযান চালানোর পর, গিরীশ পার্ক থানায় যান তাঁরা । সেখানে তদন্তকারী অফিসারদের সঙ্গে দিল্লি স্পেশাল সেলের তিন আধিকারিক কথাবার্তা বলছেন । জানা গিয়েছে, ললিত ঝা এই শহরে কতদিন ধরে ছিলেন, কোথায় কোথায় তাঁর গতিবেধি ছিল, সেই সম্পর্কে পুলিশ আদৌ কোনও তথ্য জানত কি না, সেই বিষয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন দিল্লি পুলিশের কর্তারা ।
লালবাজার সূত্রের খবর, গতকালই ইমেল মারফত দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, তাদের স্পেশাল সেলের আধিকারিক কলকাতায় আসবেন । সেই মতো বন্দোবস্ত করা হয়েছিল লালবাজারের তরফে । এ দিন সকালে গিরীশ পার্কে ললিত ঝায়ের বাড়িতে হানা দেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের তিন জন আধিকারিক । সেখানে বর্তমানে ভাড়া থাকা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে তদন্তকারীরা কথাবার্তা বলেন । তাঁরা ললিত ঝাকে কীভাবে চিনতেন এবং কতদিন দেখেছিলেন, এ ছাড়াও শেষ কবে ললিতকে দেখা গিয়েছিল, সেই বিষয়ে খোঁজখবর করা হয় ৷ গোটা জায়গার ভিডিয়োগ্রাফি করা হয় বলে লালবাজার সূত্রের খবর ।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লির আধিকারিকরা গিরীশ পার্ক থানায় থাকলেও, এরপর তাঁরা বিধাননগর কমিশনারেটের অধীনস্ত বাগুইআটি থানা চত্বরে যাবেন । কারণ তদন্তে উঠে এসেছে বাগুইআটি এলাকাতে ললিত ঝা বেশ কয়েক বছর ছিলেন । এ ক্ষেত্রে আধিকারিকরা বাগুইআটি থানাতেও পরবর্তী সময়ে যেতে পারেন বলে জানা গিয়েছে ।