পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফ্লিপকার্টের নামে প্রতারণা, কলকাতা থেকে গ্রেপ্তার 3

দীর্ঘদিন ধরেই ফ্লিপকার্টের নামে প্রতারণা করা হচ্ছিল ৷ অভিযোগ পেয়ে গতকাল কলকাতা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ফাইল ফোটো

By

Published : Jul 20, 2019, 5:09 PM IST

কলকাতা, 20 জুলাই : ফ্লিপকার্টের লোগো এবং নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছিল৷ এর শিকার হয়েছিলেন অনেকেই । ওই সংস্থার ভাবমূর্তিও নষ্ট হচ্ছিল ৷ তাদের তরফেই দায়ের করা হয় অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল গ্রেপ্তার করা হয় তিনজনকে ।

গত বছর ডিসেম্বর মাসের ঘটনা । তখন থেকেই ওই বিপণি সংস্থার নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছিল । একাধিক ব্যক্তিকে ফোন এবং ইমেইল করে বলা হয়, ওই সংস্থার তরফে লাকি ড্র-এর আয়োজন করা হয়েছে । নামি অনলাইন বিপণি সংস্থার লোগো দেখে বিষয়টি বিশ্বাস করেন অনেকেই । তাঁদের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ডিপোজ়িট করার জন্য বলা হয় । সেই সূত্রে অনেকেই প্রতারিত হন ।

এদিকে বিষয়টি নজরে আসে ফ্লিপকার্টের । 6 মার্চ ওই সংস্থার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপরই হেয়ার স্ট্রিট থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে । তদন্তকারীরা জানতে পারে, বাইরের কেউ নয় কলকাতা থেকেই চালানো হচ্ছিল এই প্রতারণা চক্র । CCTV ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের আগে থেকে চিহ্নিত করেছিল পুলিশ ।

ওই দুই অভিযুক্তকে GPO এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । নাম গুলারাজ আহমেদ, বিশাল শর্মা । তাদের জেরা করে মহম্মদ সাদিকের খোঁজ পায় পুলিশ । তাকে বাইপাস ধাবা থেকে গ্রেপ্তার করা হয় । পরে বাগুইহাটি প্রফুল্ল কাননে একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় । সেখান থেকে বেশকিছু নথি, ডাটাবেস, CPU সিজ় করা হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details