পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IMCT দলের সঙ্গে থাকা আরও 3 জওয়ান সুস্থ, BSF কলকাতা এখন কোরোনা মুক্ত - BSF কলকাতা এখন কোরোনা মুক্ত

BSF কলকাতা এখন কোরোনা মুক্ত ৷ BSF-এর মোট 14 জন জওয়ান কোরোনা আক্রান্ত হন ৷ তাঁদের চিকিৎসা চলছিল রাজারহাটের BSF-র কম্পোজিট হাসপাতালে ৷ আগেই সুস্থ হওয়ায় 11 জনকে ছেড়ে দেওয়া হয় ৷ আজ আরও তিন জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল ৷

image
BSF কলকাতা

By

Published : May 25, 2020, 4:04 PM IST

কলকাতা, 23 মে: কোরোনা মুক্ত হলেন BSF-এর আরও 3 জওয়ান । তাঁরা রাজারহাটের BSF-র কম্পোজিট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । 15 দিন ধরে চিকিৎসার পর তাঁরা সম্পূর্ণ কোরোনা মুক্ত হলেন । সিনিয়র অফিসাররা করতালিতে বরণ করে নিলেন তাঁদের । সবমিলিয়ে কলকাতায় 14 জন BSF জওয়ান কোরোনা মুক্ত হলেন। এই জওয়ানরা সুস্থ হওয়ায় BSF কলকাতা এখন পুরোপুরি কোরোনা মুক্ত।

কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রতিনিধিদলের নিরাপত্তার বিষয়টি দেখছিল বর্ডার সিকিউরিটি ফোর্স । গুরুসদয় রোডে BSF-র সদরদপ্তর থেকেই কাজ চালাচ্ছিলেন তাঁরা । কেন্দ্রীয় প্রতিনিধিদল বাইরে কোথাও গেলে BSF-র তরফে এসকর্ট করা হচ্ছিল। সেই এসকর্ট টিমের এক গাড়ির চালক 30 এপ্রিল জ্বরে আক্রান্ত হন । BSF সূত্রে খবর, তারপরই তাঁকে ওই এসকর্টের গাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাঁর অন্যান্য লক্ষণগুলি প্রকাশ পেতে শুরু করে । তাঁর সোয়াবের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য । সেই রিপোর্ট পজিটিভ আসে । তবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 50 জন জওয়ানকে কোয়ারানটিনে রাখা হয় । তাঁদের মধ্যে 14 জনের শরীরে পাওয়া যায় কোরোনা ভাইরাসের হদিস ৷ ওই জওয়ানেরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার আট জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়। আর আজ ছাড়া হল আরও তিন জনকে। এর আগে কোরোনা মুক্ত হয়েছেন আরও তিনজন।

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে জানা গেছে, এই তিনজনকে আজ করতালিতে বরণ করে নেন BSF এর সিনিয়র কর্তারা । তাঁদের সাত দিনের জন্য আইসোলেশনে পাঠানো হয়েছে। এই মুহূর্তে BSF পরিচালিত কম্পোজিট হাসপাতালে আর কোনও কোরোনা রোগী নেই ।

ABOUT THE AUTHOR

...view details