কলকাতা, 30 জুন: এই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিচালিত বুথ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । এই বুথ গুলিকে 'পিংক বুথ' নাম দেওয়া হয়েছে । কমিশন থেকে জানা গিয়েছে, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা, বীরভূম, আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমান, মোট আটটি জেলায় থাকছে মহিলা পরিচালিত বুথ । সবমিলিয়ে পিংক বুথের সংখ্যা থাকছে 1566 । সবচেয়ে বেশি পিংক বুথ থাকছে মুর্শিদাবাদে (540)।
বারবারই ভোট কর্মীরা তাঁদের নিরাপত্তা নিয়ে দাবি তুলে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন । এমনটাই এই অভিযোগ জানিয়ে কোর্টের দ্বারস্থও হয়েছেন । এমনকি ভোট কর্মীদের যে দুই দফায় প্রশিক্ষণ হচ্ছে, সেখান অনেকেই অংশগ্রহণ করেননি এই বিষয় প্রতিবাদ জানিয়ে । এমনকি এবার আদালতের নির্দেশ অনুসারে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের ব্যবহার করা যাবে না । তাই স্বাভাবিকভাবেই ভোট কর্মীতে যে টান পড়বে, তা বলাই বাহুল্য । তাই এবার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে ভোটের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ।
এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের খবর সামনে এসেছে । এমনকি বিরোধীদের দাবি যে একাধিক জায়গায় মহিলা প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ধমকানো ও হুমকি দেওয়া হচ্ছে । তাই স্বাভাবিকভাবে এইসব ঘটনা মহিলা ভোটারদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করবে । তাই পিংক বুথ তৈরি করলে তাঁদের বুথমুখী করা যাবে বলে মনে করছে কমিশন ।