পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে ছাড়াল 250-র গণ্ডি - covid positive cases are fiund in state

আজ কিছুটা হলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 255 জন । বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিল 217 জন । এক সপ্তাহের মধ্যে আজ সুস্থতার হার বেড়ে হল 97.66 শতাংশ । গতকাল পর্যন্ত ছিল 97.65 শতাংশ ।

ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, 250 ছাড়াল একদিনে
ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, 250 ছাড়াল একদিনে

By

Published : Mar 5, 2021, 9:57 PM IST

কলকাতা, 5 মার্চ : দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 255 জন । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 217 ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ 76 হাজার 176 ।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের । গতকাল মৃতের সংখ্যা ছিল 1 । রাজ্যে এখনও পর্যন্ত মোট 10 হাজার 275 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়ে উঠেছে 263 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 62 হাজার 675 জন ।

আরও পড়ুন : সোমবার থেকে কলকাতায় ষাটোর্ধ্ব নাগরিকদের টিকাকরণ

রাজ্যের স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, একদিনে 20 হাজার 851 টি নমুনার পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত 86 লাখ 58 হাজার 929 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা । একদিনে আক্রান্ত 78 জন । মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 29 হাজার 777 । এরপরই রয়েছে উত্তর 24 পরগনা, শেষ 24 ঘণ্টায় নতুন করে 72 জন আক্রান্ত হয়েছে । এই জেলায় মোট আক্রান্ত 1 লাখ 23 হাজার 428 জন ।

ABOUT THE AUTHOR

...view details