পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাড়া বৃদ্ধির দাবিতে 2 অগস্ট রাজ্যজুড়ে হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক - অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম

গত বছর লকডাউন, এবার কড়া বিধিনিষেধ ৷ এর জেরে যাত্রী তো হচ্ছে না, অথচ জ্বালানির দাম বেড়ে চলেছে ৷ টানতে হচ্ছে ইএমআইয়ের বোঝা ৷ সব মিলিয়ে সংসার চালানো দায় হয়ে উঠেছে ট্যাক্সি, অ্যাপ ক্যাব মালিক-চালকদের পক্ষে ৷ তাই সরকারের দৃষ্টি আকর্ষণে 2 অগস্ট পথে নামবে না হলুদ ট্যাক্সি, অ্যাপ ক্যাব ৷

ট্যাক্সি, অ্যাপ ক্যাব ধর্মঘট
ট্যাক্সি, অ্যাপ ক্যাব ধর্মঘট

By

Published : Jul 20, 2021, 8:47 AM IST

কলকাতা, 20 জুলাই : রাজ্যজুড়ে ট্যাক্সি, অ্যাপ ক্যাব ধর্মঘট 2 অগস্ট ৷ পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ট্যাক্সি, অ্যাপ ক্যাব পরিষেবা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছে । তাই মূল্যবৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি (All India Trade Union Congress, AITUC) সমর্থিত রাজ্যের ট্যাক্সি (West Bengal Taxi Operators Coordination Committee) এবং অ্যাপ ক্যাব সংগঠন (App Cab operators forum) ৷

এমনিতেই গত বছর থেকে ধাপে ধাপে লকডাউনের ফলে মন্দার বাজার চলছে ট্যাক্সি, অ্যাপ ক্যাবের ৷ তার মধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি যেন মরার উপর খাঁড়ার ঘা ৷ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে অবিলম্বে হলুদ ট্যাক্সি-সহ অ্যাপ ক্যাবগুলির ভাড়া বৃদ্ধির দাবিতে 2 অগস্ট রাজ্যজুড়ে 24 ঘণ্টা বন্ধ থাকবে এই পরিবহন ব্যবস্থা ৷ যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে "ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি" এবং "অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম" ৷ ধর্মঘট পালন ছাড়াও পরিবহন ভবন অভিযানের কর্মসূচিও নেওয়া হয়েছে সেদিন ৷

আরও পড়ুন : ফি মুকুবের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ

লকডাউন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, গাড়ির ইএমআই (EMI) সব মিলিয়ে বিপর্যস্ত ট্যাক্সি, অ্যাপ ক্যাব মালিক-সহ চালকরা ৷ সংসার চালানো দুষ্কর হলেও ট্যাক্সি, অ্যাপক্যাব চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন তাঁরা ৷ এই সমস্যার সমাধানে বারবার কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দিলেও মেলেনি সদুত্তর, দাবি করেন সংগঠনের সাধারণ সম্পাদক (General Secretary) ও আহ্বায়ক (convenor) নাওয়াল কিশোর শ্রীবাস্তব (Nawal Kishore Srivastava) ।

এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়াবার আবেদন করে চিঠি দিয়েছি । কিন্তু কোনও লাভ হয়নি । একদিকে যেমন বেড়েছে ডিজেলের খরচ, অন্যদিকে এই করোনা আবহে যাত্রী প্রায় হচ্ছে না । তাই ভাড়া না বাড়লে ট্যাক্সি চালানো আর সম্ভব নয় । শুধু তেলের দামই নয়, বেড়েছে যন্ত্রাংশের দামও । তাই তেল আর গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা খরচ হচ্ছে, তা বর্তমান পরিস্থিতিতে মালিকদের শ্বাসরুদ্ধ করেছে ।" ওইদিন রাজ্যজুড়ে প্রায় 21 হাজার ট্যাক্সি পথে নামবে না বলে জানিয়ে দিয়েছে সংগঠন ।

ABOUT THE AUTHOR

...view details