কলকাতা, 20 জুন: আগামিকাল অর্থাৎ 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস । আর এই আন্তর্জাতিক যোগ দিবসকে নিয়ে প্রায় সপ্তাহখানেক ধরে চরম উন্মাদনা প্রেসিডেন্সি সংশোধনাগারের অন্তরে । কারণ এবারের আন্তর্জাতিক যোগা দিবসটা একটু অন্যরকমভাবে কাটাতে চলেছেন সেখানকার বন্দিরা ৷ ওই দিন মঞ্চে যোগব্যায়ামের মাধ্যমে গৌতম বুদ্ধের সমগ্র জীবনী তুলে ধরা হবে ৷ আর তা মঞ্চে ফুটিয়ে তুলবেন প্রেসিডেন্সি সংশোধনাগারেরই 23 জন বন্দি । গোটা নাটকের ভাষ্য পাঠ করবেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী ।
এই বিষয়ে প্রেসিডেন্সি সংশোধনাগার সুপার ইটিভি ভারতকে জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে যাতে দেশবাসীকে তাক লাগিয়ে দেওয়া যায়, তার জন্যই এই ব্যবস্থাপনা । প্রতিবছরই যোগা দিবসে হাজার হাজার মানুয অংশ নেন । কিন্তু যোগ ব্যায়ামের মাধ্যমে একটি পুরো নাটক মঞ্চস্থ করা যেতে পারে, এমন উদাহরণ আজ পর্যন্ত এই পৃথিবীতে কেউই দেখাতে পারেননি ৷ যা প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা আগামিকাল দেখাতে চলেছেন । এর জন্য প্রায় সপ্তাহখানেক ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারে চলেছে জোরকদমে রিহার্সাল বা প্রস্তুতি পর্ব ।