কলকাতা, 3 মার্চ : দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী । গত 24 ঘণ্টায় রাজ্যে 225 জন আক্রান্ত হয়েছে । গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 171 ৷ এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ 75 হাজার 712 ।
গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জনের । গতকালও মৃতের সংখ্যা ছিল 2 । রাজ্যে এখনও পর্যন্ত মোট 10 হাজার 272 জনের মৃত্যু হয়েছে । একদিনে সুস্থ হয়ে উঠেছে 231 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 5 লাখ 62 হাজার 195 জন ।