কলকাতা, 19 মে : রাজ্যে এল আরও 2 লাখের বেশি কোভিশিল্ড ৷ আজ সকালে কলকাতা বিমান বন্দরে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে এল 2 লাখ 12 হাজার 460টি কোভিশিল্ড ভ্যাকসিন ৷ আজ সকাল সাড়ে 9 টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে করে পুনে থেকে ভ্যাকসিন আসে ৷ চলতি মাসের 10 তারিখে 7 লাখের বেশি কোভিশিল্ড ভ্যাকসিন এসেছিল ৷
পুনে থেকে আসা এই কোভিশিল্ড বাগবাজার সেন্ট্রাল স্টোরে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সেখানেই সংরক্ষণ করে রাখা হবে ৷ রাজ্যজুড়ে করোনা মোকাবিলায় ভ্যাকসিনের হাহাকার শুরু হয়েছে ৷ তারই মধ্যে রাজ্যে কোভিশিল্ড আসায় কিছুটা স্বস্তি মিলেছে ৷ রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের বরাত অনুযায়ী এই ভ্যাকসিনের কনসাইনমেন্ট এসেছে রাজ্যে ৷ এই বরাত যদিও প্রয়োজনের তুলনায় অনেক কম, তাহলেও এই নতুন কনসাইনমেন্ট আসায় টিকাকরণের কাজে কিছুটা হলেও গতি আসবে বলে মনে করছেন চিকিৎসকরা ৷