কলকাতা, 19 এপ্রিল : এবার 21 মাসের এক শিশুর শরীরে মিলল COVID-19-এর খোঁজ । উপসর্গ বলতে ছিল শুধু কাশি । কলকাতার বাসিন্দা এই শিশুর চিকিৎসা চলছে ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে।
ID & BG হাসপাতালে নিয়ে যাওয়ার আগে এই শিশুকে ভরতি করা হয়েছিল পার্কসার্কাসের একটি বেসরকারি শিশু হাসপাতালে । ওই হাসপাতাল সূত্রে খবর, এই শিশুর ক্ষেত্রে উপসর্গ হিসেবে শুধুমাত্র কাশি ছিল । জ্বর ছিল না । রাতে ঘুমের মধ্যে উঠে শিশুটি কান্নাকাটি করত ।
উপসর্গ শুধু কাশি, কোরোনায় আক্রান্ত 21 মাসের শিশু - corona
কলকাতার 21 মাস বয়সি এক শিশুর শরীরে মিলল COVID-19-এর খোঁজ ।
16 এপ্রিল শিশুটিকে ভরতি করা হয় পার্কসার্কাসের হাসপাতালে । ভরতির পর সেখানে তার চেস্ট এক্স-রে করা হয় । রিপোর্ট দেখে চিকিৎসকদের সন্দেহ হয় । এরপরে শিশুটির সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । শুক্রবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19 পজ়িটিভ ধরা পড়ে । এরপরে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শুক্রবারই শিশুটিকে পাঠানো হয় ID & BG হাসপাতালে ।
পার্কসার্কাসের ওই হাসপাতাল সূত্রে খবর, শিশুটিকে প্রথম থেকেই সেখানে পৃথকভাবে রাখা হয়েছিল । তবে, শিশুটির এক্স-রে যিনি করেছিলেন, তাঁকে কোয়ারানটাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানা গেছে, এই শিশুর পরিবারে 15 জন সদস্য রয়েছেন । একই বাড়িতে তাঁরা থাকেন । এই ১৫ জনকেও কোয়ারানাটাইনে পাঠানো হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।