কলকাতা, 4 ডিসেম্বর: বছর শেষের দিকে, তবুও কমেনি ডেঙ্গি সংক্রমণ । এই বছরের সংক্রমণ মাথায় হাত ফেলছে চিকিৎসকদের । রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 2023 সালে । এই বছরের সমীক্ষা অনুযায়ী রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত প্রায় এক লক্ষ। এর মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি উত্তর 24 পরগণায়, আর দ্বিতীয়তেই কলকাতা ।
সূত্রের খবর, 2023 সালে 1 জানুয়ারি থেকে 29 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছে প্রায় 98 হাজার । আগে ডেঙ্গি বর্ষাকালের প্রধান রোগ থাকলেও চিকিৎসকদের কথা অনুযায়ী, এখন বছরের যে কোনও সময়ে ডেঙ্গি হতে পারে । তবে এবারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য দফতরের কাছে রেকর্ড । 2020-2021 সালের বেশিরভাগ সময়ই লকডাউন থাকায় ডেঙ্গি সংক্রমণ বেশি লক্ষ্য করা যায়নি । তবে 2022 সালেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 66 হাজার। কিন্তু এইবারে সেই সব রেকর্ড ভেঙে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 98 হাজার । তবে এর কারণ হিসাবে স্বাস্থ্যভবনের দাবি, অতিরিক্ত টেস্ট। এই বছর ডেঙ্গি টেস্টের উপর জোর দেওয়ায় সঠিক সংখ্যা জানা গিয়েছে বলে মত স্বাস্থ্যভবনের ।