পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গতবছরের রেকর্ড ছাপিয়ে চলতি বছর ডেঙ্গিতে সবচেয়ে বেশি সংক্রমণ রাজ্যে - রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে

Dengue: বছর শেষের দিকে তবুও কমেনি ডেঙ্গির সংক্রমণ । রেকর্ড সংখ্যক ডেঙ্গি আক্রান্ত 2023 সালে । 2023 সালে 1 জানুয়ারি থেকে 29 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছে প্রায় 98 হাজার । যা অনেকটাই বেশি ৷

Dengue News
ডেঙ্গি সংক্রমণে রেকর্ড গড়ল 2023

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 8:11 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: বছর শেষের দিকে, তবুও কমেনি ডেঙ্গি সংক্রমণ । এই বছরের সংক্রমণ মাথায় হাত ফেলছে চিকিৎসকদের । রাজ্যে রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 2023 সালে । এই বছরের সমীক্ষা অনুযায়ী রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত প্রায় এক লক্ষ। এর মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি উত্তর 24 পরগণায়, আর দ্বিতীয়তেই কলকাতা ।

সূত্রের খবর, 2023 সালে 1 জানুয়ারি থেকে 29 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছে প্রায় 98 হাজার । আগে ডেঙ্গি বর্ষাকালের প্রধান রোগ থাকলেও চিকিৎসকদের কথা অনুযায়ী, এখন বছরের যে কোনও সময়ে ডেঙ্গি হতে পারে । তবে এবারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য দফতরের কাছে রেকর্ড । 2020-2021 সালের বেশিরভাগ সময়ই লকডাউন থাকায় ডেঙ্গি সংক্রমণ বেশি লক্ষ্য করা যায়নি । তবে 2022 সালেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল প্রায় 66 হাজার। কিন্তু এইবারে সেই সব রেকর্ড ভেঙে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 98 হাজার । তবে এর কারণ হিসাবে স্বাস্থ্যভবনের দাবি, অতিরিক্ত টেস্ট। এই বছর ডেঙ্গি টেস্টের উপর জোর দেওয়ায় সঠিক সংখ্যা জানা গিয়েছে বলে মত স্বাস্থ্যভবনের ।

চিকিৎসকদের মতেও এই বছর অন্যান্য বছরের তুলনায় বেশি মানুষ ডেঙ্গি টেস্ট করিয়েছেন । এর কারণ হিসাবে তাঁরা মনে করেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি । চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "মানুষের বাড়ির কাছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, এছাড়াও বহু জায়গাতেই এখন মানুষ অল্প পয়সায় রক্ত পরীক্ষা করাতে পেরেছে । তাই যথাযথ চিকিৎসা হয়েছে । কিন্তু আমাদের রাজ্যে একটা পরীক্ষা কেন্দ্র না-থাকায় আমরা বুঝতে পারছি না ডেঙ্গির মশার চারিত্রিক কোনও পার্থক্য হচ্ছে না । এছাড়াও বৃষ্টি এখন সারা বছর হয় । তাই রাস্তার বিভিন্ন গর্তে মশার লার্ভা জন্মায় । তবে প্রশাসনের পাশাপাশিই দরকার সাধারণ মানুষেরও একটু অবগত হওয়া ।"

আরও পড়ুন:

  1. কালো গাজর বহু রোগের প্রতিষেধক! শীতকালে এটিকে খাদ্য তালিকায় রাখুন
  2. শরীর ফিট রাখতে প্রতিদিন সকালে খালি পেটে এই জিনিসগুলি খান
  3. সর্দি-কাশির সমস্যা এড়াতে শীতকালে ব্রেকফাস্টে থাকুক এই ধরনের খাবার

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details