পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2022: এবারের শ্রীভূমির মায়ের গয়নার ওজন কত? কী বললেন সুজিত... - শ্রীভূমিতে দর্শনার্থীদের ঢল নামে মায়ের গয়না দেখতে

এবারে শ্রীভূমি 50 তম বর্ষে (Sreebhumi Durga Puja) । শ্রীভূমিতে দর্শনার্থীদের ঢল নামে মায়ের গয়না দেখতে ৷ বিশেষত এই ভিড়ে বেশিরভাগ সংখ্যাটা থাকে মহিলাদের ৷ এ বছর শ্রীভূমির মাকে কত সোনা পরানো হল, তা নিয়ে কী বললেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ? জেনে নিন...

Durga Puja 2022
Etv Bharaশ্রীভূমির মায়ের গয়নার ওজন কত? কী বললেন সুজিতt

By

Published : Sep 26, 2022, 12:59 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: 50 বছরের পুজোকে মাথায় রেখেই এবার শ্রীভূমির পুজোয় মায়ের সোনার গয়নার ওজন বাড়ল (Durga Puja 2022) ৷ তবে কত কিলো সোনার গহনা মাকে পড়ানো হয়েছে সেই বিষয়ে মুখ খুলতে নারাজ পুজোর উদ্যোক্তা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) ৷

22 সেপ্টেম্বর পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল মহালয়ার দিনে দেবীপক্ষের সূচনায় মাকে সোনার গহনা পরানো হল। মন্ত্রী সুজিত বসু মায়ের গহনা সর্বসমক্ষে আনেন এবং ওইদিনই মাকে সমস্ত গহনা পরানো হয়। আজ সন্ধ্যা থেকে সাধারণের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে এমনটাই জানান মন্ত্রী।

এ বছর শ্রীভূমির মাকে কত সোনা পরানো হল ?

সুজিত বোস আরও জানান, মানুষের একটা প্রত্যাশা থাকে শ্রীভূমিতে মায়ের যে গয়না পরানো হয় সেটা দেখার জন্য। সকলের তো একটু আকর্ষণ থাকে। বিশেষ করে মহিলারা তো বেশি পছন্দ করেন। বিখ্যাত-বিখ্যাত সোনা প্রস্তুতকারী কোম্পানিরা মাকে এই সোনার গহনা পরাচ্ছে। আজ অর্থাৎ, 26 সেপ্টেম্বর থেকে সকলের জন্য খুলে দেওয়া হল শ্রীভূমি ক্লাব। কত সোনা এবারে মাকে পরানো হয়েছে মন্ত্রীও জানেন না বলে জানালেন ৷ মায়ের মুকুট থেকে শরীরে যে সাজসজ্জা রয়েছে তার সমস্তটাই সোনার ৷ পুজোর ভিড় সামলাবার জন্য 400 জন ভলান্টিয়ারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন:দেবীর আবাহনে নারীশক্তি, মহিলা বাদ্যশিল্পীরাই সূচনা করলেন দুর্গাপুজোর

ABOUT THE AUTHOR

...view details