কলকাতা, 15 মে : আগামী মাসে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ জুনে এই দুই বোর্ডের পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে জুন মাসে হচ্ছে না বোর্ডের পরীক্ষা ৷ আজ নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷
সূচি অনুযায়ী, পয়লা জুন থেকে মাধ্যমিক এবং 15 জুন থেকে উচ্চমাধ্যমিক হওয়ার কথা ছিল ৷ কিন্তু করোনা পরিস্থিতিতে আগেই ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের তরফে দুটি পরীক্ষাই পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল । শনিবার সেই আবেদনে সাড়া দিয়ে আপাতত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । আজ নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "জুন মাসে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কোনও পরীক্ষাই হবে না ৷ পরীক্ষা নিয়ে শিক্ষা দফতর পরে সিদ্ধান্ত নেবে ৷ সেই অনুযায়ী পরীক্ষাসূচি ঘোষণা করা হবে ৷"