কলকাতা, 14 নভেম্বর: 2014 সালের টেট (TET 2014) উত্তীর্ণদের যে তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেছে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কারণ, সেই তালিকায় একাধিক নাম নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ তাই এই নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) দৃষ্টি আকর্ষণ করতে চান আইনজীবীরা ৷
প্রসঙ্গত, ওই তালিকায় টেট উত্তীর্ণ হিসেবে নাম রয়েছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) ৷ এই শুভেন্দু-সুজন-দিলীপ-মমতা কারা, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কারণ, এই নামেই তো বাংলায় একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা রয়েছেন ৷
কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় আজ, সোমবার এই আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরিকল্পনা করেন ৷ তবে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় দুপুর 3টের পর আর এজলাসে না বসায় তাঁর দৃষ্টি আকর্ষণ হয়নি । সম্ভবত, আগামিকাল এই ব্যাপারে আদালতকে জানাবেন তাঁরা । এই নামগুলি কাকতালীয় ভাবে তালিকায় এসেছে নাকি এর পিছনে অন্য কোনও অভিসন্ধি রয়েছে, তা খতিয়ে দেখার জন্য়ই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানা গিয়েছে ৷