পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Non Included Merit List : 2014 সালের চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে গিয়ে আটক

2014 সালের প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট-ইনক্লুডেড প্রার্থীদের কালীঘাটের দিকে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটকে দেয় । এরপর প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় (Non Included Merit List) । এদের মধ্যে অনেককে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে ।

By

Published : Jun 22, 2022, 8:38 PM IST

2014 Non Included Merit List
2014 সালের চাকরিপ্রার্থীরা

কলকাতা, 22 জুন : 2014 সালের প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট-ইনক্লুডেড প্রার্থীদের দ্রুত নিয়োগের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন প্রদান করার কর্মসূচি নেওয়া হয় । বেশ কয়েকশো চাকরি প্রার্থীদের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার জন্য হাজরা মোড়ে জমায়েত করে (Non Included Merit List)। কালীঘাটের দিকে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটকে দেয় । এরপর প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় । এদের মধ্যে অনেককে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে ।

2014 পিটিইটি কোয়ালিফাইড ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেট একতা মঞ্চের পক্ষ থেকে অভিযোগ 2020 সালে নবান্নে প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 2014 সালের প্রাইমারি টেট পাসদের 20 হাজার চাকরি প্রার্থী থেকে সাড়ে 16 হাজার জনকে খুব তাড়াতাড়ি নিয়োগ দেওয়ার হবে । পাশাপাশি বাকি প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে । এক বঞ্চিত চাকরিপ্রার্থী অচিন্ত্য সামন্ত বলেন, "এই প্রতিশ্রুতি পেয়ে আমরা আশার আলো দেখেছিলাম । আমাদের ইন্টারভিউও নেওয়া হয়েছিল । কিন্তু পর্ষদ মাত্র 13 হাজার প্রার্থীকে ইনক্লুড করে নিয়োগ দেয় । বাকি প্রার্থীদের নট ইনক্লুডেড ইনদ্য প্রসেন্ট মেরিট লিস্ট করে দেয় ।"

2014 সালের চাকরিপ্রার্থীরা

আরও পড়ুন : প্রাথমিকের চাকরিপ্রার্থীদের এপিসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী নিশ্চিত করা সত্বেও আমাদের নিয়োগ হল না । কিন্তু কবে নিয়োগ হবে তাও পরিষ্কার নয় । সাত হাজারেরও বেশি প্রার্থী বঞ্চিত হয়ে এখনও বেকার হয়ে ঘুরছে । আমাদের চাকরি পাওয়ার বয়সের সীমাও প্রায় শেষের দিকে । আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদে, বিকাশ ভবনে, কালিঘাটে, নবান্নে বারবার যোগাযোগ করা সত্ত্বে কোনও সদত্তুর মেলেনি । তাই আজ আবার আমরা কালিঘাটে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম । আমাদের আবেদন যে আমাদের সঙ্গে যেন ন্যায় করা হয় ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details