কলকাতা, 18 অক্টোবর:টেট চাকরি প্রার্থীদের জমায়েত এখনও চলছে ৷ 2014 সালে তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন (2014 Primary TET job seekers), কিন্তু প্রায় 8 বছর কেটে গেলেও চাকরি পাননি ৷ সোমবার দুপুর থেকে এপিসি ভবনে অভিযান করে সল্টলেকের করুণাময়ীতে জড়ো হয়েছিলেন প্রার্থীরা ৷ সারারাত সেখানেই খোলা আকাশের নীচে কাটান বিক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ৷ মঙ্গলবার সকালে এখনও তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন ৷ অনেকের অসুস্থতার খবরও পাওয়া গিয়েছে ৷ চাকরিপ্রার্থীদের দাবি, 2014 সাল থেকে তাঁরা চাকরি পাননি ৷ এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন 20 হাজার নিয়োগ হবে ৷ এখনও 7 হাজারও নিয়োগ হয়নি (TET qualified candidates protest in West Bengal) ৷
গত 27 সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary Teacher Recruitment Scam) মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এরপর 10 অক্টোবর রাতভর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেরা করে ইডির আধিকারিকেরা ৷ 11 অক্টোবর গ্রেফতার হন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ৷ জানা গিয়েছে, লক্ষাধিকর পরীক্ষার্থীর উত্তরপত্র নষ্ট করার অভিযোগ রয়েছে পর্ষদের বিরুদ্ধে ৷ এই দুর্নীতি কাণ্ডের কিং পিন মানিক ভট্টাচার্য ৷ এদিকে তিনি কাদের কাছ থেকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছিলেন, তার তালিকা তৈরি করছে সিবিআই ৷