কলকাতা, 3 মার্চ : নভেল কোরোনা ভাইরাস (COVID-19 ) -এ আক্রান্ত দেশগুলি থেকে এ রাজ্যে আসা যে সব যাত্রীকে চিহ্নিত করে পর্যবেক্ষণের জন্য রাখা হচ্ছে, মাত্র একদিনের ব্যবধানে সেই সংখ্যা প্রায় 200 বেড়ে গেল । রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল 547 । গতকাল যা বেড়ে দাঁড়ায় 733 ।
COVID-19 : রাজ্যে একলাফে প্রায় 200 বাড়ল চিহ্নিত যাত্রীর সংখ্যা
গতকালই দেশে নভেল কোরোনা ভাইরাসে 2 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের খোঁজ না মিললেও, আক্রান্ত দেশগুলি থেকে আগত মোট 547 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল । একদিনের ব্যবধানেই যে সংখ্যা লাফিয়ে প্রায় 200 বেড়ে গেল ।
গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কলকাতা বিমানবন্দর এবং উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে এখনও পর্যন্ত মোট 39 হাজার 762 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । ভারতের সঙ্গে নেপাল এবং বাংলাদেশের সাতটি স্থলপথের বর্ডারে 77 হাজার 732 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । তিনটি জাহাজ বন্দরে 2 হাজার 800 জন ক্রিউ মেম্বারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । COVID-19 এ বিভিন্ন দেশ থেকে আসা 733 জন পর্যটককে চিহ্নিত করা হয়েছে । যাদের মধ্যে ৮১ জনের ক্ষেত্রে পর্যবেক্ষণে রাখার সময় শেষ হয়েছে । এর ফলে এখনও পর্যন্ত এ রাজ্যে 649 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । এভাবে একলাফে সংখ্যাটা 733 হয়ে যাওয়ার বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী জানিয়েছেন, নভেল কোরোনা ভাইরাসে আক্রান্ত দেশগুলি থেকে আগত যাত্রীদের বেড়ে যাওয়ার কারণে, এই সংখ্যা এভাবে বেড়ে গিয়েছে ।
COVID-19 নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) । গতকাল এদেশে COVID-19-এ আক্রান্ত আরও দু'জনের খোঁজ পাওয়া গিয়েছে । এই ধরনের পরিস্থিতিতে আশঙ্কায় রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরও । শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও পর্যন্ত নভেল কোরোনা ভাইরাসে এ রাজ্যে কোনও আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি । তবে, স্বাস্থ্য দপ্তর সতর্ক রয়েছে বলে জানানো হয়েছে । গতকাল স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত 28 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এর মধ্যে 25 জনের নমুনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ।