কলকাতা, 29 মে : পরিচয় থেকে সম্পর্ক গড়ায় প্রেমে । একসঙ্গে থাকার সিদ্ধান্তও নেয় দুই যুবতি । কিন্তু, বাধ সাধে একজনের পরিবার । ক্রমাগত হুমকিতে তাঁদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে । তাই নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই দুই যুবতি । পাশে দাঁড়িয়েছে আদালতও । বিচারপতি জানিয়েছেন, দু'টি মেয়ের সম্পর্ক অন্য সম্পর্কের মতোই স্বাভাবিক । পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছেন তিনি ।
বছর 29 -র ওই দুই যুবতি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে MBA পাশ করেছেন । 2010 সালের জানুয়ারিতে তাঁদের পরিচয় হয় । তারপর তা গড়ায় প্রেমের সম্পর্কে । বর্তমানে দু'জন সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে থাকার । অভিযোগ, এক যুবতির মা ও ভাই এতে আপত্তি জানিয়েছেন । শুধু তাই নয়, ধর্ষণ করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে । এরপরই সম্পর্কে নিরাপত্তা চেয়ে গতকাল আদালতের দ্বারস্থ হন তাঁরা ।
বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি বলেন, "দু'জন মেয়ের সম্পর্ক অন্যান্য সম্পর্কের মতোই স্বাভাবিক। এনিয়ে আলাদা করে কিছু বলার নেই।" পাশাপাশি তিনি আনন্দপুরের OC, IGP সাউথ বেঙ্গল, পুলিশ কমিশনারকে নিরাপত্তার দেওয়ার নির্দেশ দেন । প্রয়োজনে DC সাউথ ওদের বাড়িতে পুলিশ পিকেট বসানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি ।
ভিডিয়োয় শুনুন আইনজীবীর বক্তব্য মামলাকারীদের আইনজীবী ইন্দ্রজিৎ দে বলেন, "যুবতিদের একজনের মা ও দাদা ক্রমাগত হুমকি দিচ্ছেন । মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে । ধর্ষণ করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে।"
এক যুবতি বলেন, "আমাদের 10 বছরের সম্পর্ক । আমার পরিবারে কোনও সমস্যা নেই । ওর পরিবার থেকে মানতে পারছে না । আমার বাড়িতে গিয়ে ঝামেলা করছে ওর ভাই । ফোনে হুমকি দেওয়া হচ্ছে । এদিকে ওর ভাই, মা ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে । ওর মা ওকে বলেছে রাস্তায় নগ্ন করে দাঁড় করিয়ে দেব, দেখবি কেমন লাগে । আজকের নির্দেশে আমরা খুব খুশি ।"