কলকাতা ও বালাসোর, 3 জুন: বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ ওড়িশার বালাসোরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা ৷ দুর্ঘটনায় মৃত ও আহতদের মধ্যে বিভিন্ন রাজ্যের মানুষ রয়েছেন ৷ রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে শনিবার সকালে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে বিশেষ ট্রেন রওনা দিয়েছে ৷ দু'টি ট্রেন আজই হাওড়ায় ঢুকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
এছাড়া মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে 40 জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালাসোরে ৷ গতকাল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, একটি চিকিৎসকের একটি দল বালাসোরের গিয়েছে ৷ তিনি আশ্বাস দিয়েছেন, এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকার্যে সব রকম ভাবে ওড়িশা সরকারের পাশে থাকবে বাংলার সরকার ৷
দক্ষিণ-পূর্ব রেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ওড়িশার বাহাঙ্গা বাজার থেকে 1 হাজার 200 জন যাত্রী নিয়ে দু'টি ট্রেন শনিবারই হাওড়ায় ফিরবে ৷ একটি ট্রেনে 1 হাজার জন যাত্রী সমেত বালাসোর থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ আরেকটি ট্রেনে 200 জন যাত্রী রয়েছে ৷ খড়্গপুর এবং হাওড়া স্টেশনে জল ও খাবারদাবারের বন্দোবস্ত করা হয়েছে ৷