কলকাতা, 7 জুন : কোরোনা মুক্ত আরও দুই পুলিশকর্মী। গড়ফা থানার ওই দুই পুলিশকর্মীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিলেন থানার OC এস পি উপাধ্যায়। এর আগে গার্ডেনরিচ থানার OC, বাউবাজার থানার OC, প্রগতি ময়দান থানার OC সহ বেশ কয়েকজন পুলিশকর্মী সুস্থ হয়ে ওঠেন।
দিন কয়েক আগেই সুস্থ হন গড়ফা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অতুল দাস। তিনি 22 মে থেকে বাঙুর হাসপাতালে ভরতি ছিলেন। পরে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। একই সঙ্গে চিকিৎসাধীন ছিলেন তপন নাথ। তিনি গড়ফা থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ ছিলেন। তাঁর সঙ্গেই চিকিৎসাধীন ছিলেন সার্জেন্ট রোহিতেশ্বর হালদার এবং কনস্টেবল পঙ্কজ মাইতি। তাঁরা গতকাল হাসপাতাল থেকে ছাড়া পান। আর আজ সুস্থ হলেন মানস কুমার সিংহ মহাপাত্র এবং সুবল বর্মণ। তাঁরা দুজনেই গড়ফা থানার কনস্টেবল পদে কর্মরত। মে মাসে দুজনেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন।
লকডাউনে অত্যন্ত সক্রিয় ভূমিকা নিচ্ছে কলকাতা পুলিশ। একদিকে অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে চিহ্নিত করে প্রয়োজনে গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিটি গাড়ির পরীক্ষা, এমনকী রাস্তায় থুতু ফেলছেন যারা তাঁদের চিহ্নিতকরণ করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে।