পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় বেটিং চক্র, গ্রেপ্তার 2 - kp

IPL-এর পর বিশ্বকাপেও সক্রিয় বেটিং চক্র । গতকাল কলকাতা থেকে বেটিং চক্র চালানোর জন্য গ্রেপ্তার করা হয় 2 জনকে ।

1

By

Published : Jun 28, 2019, 1:12 PM IST

কলকাতা, 28 জুন : IPL-এর পর ক্রিকেট বিশ্বকাপ । ফের শহরে সক্রিয় ক্রিকেট বেটিং চক্র । গতকাল কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে দু'জনকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা । ধৃতরা হল মহম্মদ ইনাম ওরফে গুড্ডু ও রাজকুমার সাউ ।

কে টস জিতবে ? কে করবে প্রথমে ব্যাট ? কোন বোলার ক'টা উইকেট নেবে থেকে শুরু করে কোন ব্যটসম্যান কটা ছয় মারবে, সব নিয়েই চলছে বেটিং । এই চক্রে উড়ছিল লাখ লাখ টাকা । কলকাতা পুলিশের কাছে খবর ছিল অনেকদিন আগেই । সেই অনুযায়ী গতকাল শহরের বেশ কয়েকটি জায়গায় হানা দেয় গোয়েন্দারা ।

লালবাজার সূত্রে খবর, গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বেনিয়াপুকুর এলাকার 14 তাঁতিবাগান লেনে হানা দেয় গোয়েন্দাদের একটি দল । সেখানে হাতেনাতে পাকরাও করা হয় 30 বছরের মহম্মদ ইনাম ওরফে গুড্ডুকে । গুড্ডু মোবাইল ফোন ব্যবহার করে চালাচ্ছিল বেটিং । তার কাছ থেকে উদ্ধার হয় দুটি মোবাইল ।

উদ্ধার হওয়া সরঞ্জাম

গুড্ডুকে জেরা করে চৌভাগা রোড থেকে রাজকুমার সাউয়ের সন্ধান পায় পুলিশ । রাজকুমার এই চক্রের অন্যতম মাথা বলে দাবি গোয়েন্দাদের । সে তিলজলা থানা এলাকার 1 তপসিয়া ফার্স্ট লেন থেকে চালাচ্ছিল অপারেশন । রীতিমতো গুছিয়ে চালাচ্ছিল বেটিং চক্র । তার কাছে উদ্ধার হয় 46 হাজার টাকা । উদ্ধার হয় বেটিং চালানোর কম্পিউটার । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details