পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death: সৌরভের পর গ্রেফতার আরও 2, জড়িয়ে অনেকেই ; দাবি পুলিশের

Jadavpur University Student Death: রবিবার ভোররাতে পুলিশ ওই দু'জনকে গ্রেফতার করেছে ৷ ধৃতরা হল দীপশেখর দত্ত এবং মনোতোষ ঘোষ ৷ কলকাতা পুলিশ সূত্রের খবর, স্বপ্নদীপের মৃত্যুর নেপথ্যে জড়িয়ে রয়েছে 10 থেকে 15 জন প্রাক্তন ছাত্রছাত্রী।

JU Student Death
স্বপ্নদীপের মৃত্যু

By

Published : Aug 13, 2023, 10:25 AM IST

Updated : Aug 13, 2023, 10:37 AM IST

কলকাতা, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় সৌরভ চৌধুরীর পর আরও 2 ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম দীপশেখর দত্ত (19) এবং মনোতোষ ঘোষ (20)। লালবাজার সূত্রের খবর, মনোতোষের ঘরেই থাকত স্বপ্নদীপ। রবিবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শঙ্খশুভ্র চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত হাতে আসা পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে 15 জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷

তিনি আরও জানান, এই দু'জন ছাত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের বক্তব্যে অসঙ্গতি ছিল। কোনও কথা তারা আড়াল করার চেষ্টা করছিল বলে মনে হয়েছে তদন্তকারীদের। ঠিক সেই কারণে এই 2 ছাত্রকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে। তারপরই এই দু'জনকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ সূত্রের খবর, স্বপ্নদীপের মৃত্যুর নেপথ্যে জড়িয়ে রয়েছে 10 থেকে 15 জন প্রাক্তন পড়ুয়া। ধৃত দীপশেখর দত্ত বাঁকুড়ার বাসিন্দা ৷ মনোতোষের বাড়ি হুগলির আরামবাগে।

আরও পড়ুন:স্বপ্নদীপের রহস্য-মৃত্যু, 10 দিনের পুলিশ হেফাজত ধৃত সৌরভ চৌধুরীর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনোতোষ । দীপশেখর অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সৌরভ চৌধুরীর সঙ্গে এই দীপশেখর এবং মনোতোষও স্বপ্নদীপের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালাত বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। মনোতোষ এবং দীপশেখরকে আজ, রবিবার আলিপুর আদালতে পেশ করা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

হেফাজতে পেলে দীপশিখর ও মনোতোষ এবং সৌরভ চৌধুরীকে প্রথমে পৃথকভাবে জেরা করে বয়ান রেকর্ড করবে। পরে তাদের বয়ানে অসংগতি রয়েছে কি না, তা দেখার জন্য মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর। এর আগে সৌরভের বয়ানে অসঙ্গতি ধরা পড়েছিল। পাশাপাশি সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করছিল বলে তদন্তকারীরা জানিয়েছিলেন ৷ এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ।

আরও পড়ুন:'ছেলেকে ডেড বডি বলতে হচ্ছে,' আর্তনাদ স্বপ্নদীপের বাবার

Last Updated : Aug 13, 2023, 10:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details