কলকাতা, 13 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় সৌরভ চৌধুরীর পর আরও 2 ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম দীপশেখর দত্ত (19) এবং মনোতোষ ঘোষ (20)। লালবাজার সূত্রের খবর, মনোতোষের ঘরেই থাকত স্বপ্নদীপ। রবিবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শঙ্খশুভ্র চক্রবর্তী জানিয়েছেন, এখনও পর্যন্ত হাতে আসা পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে 15 জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷
তিনি আরও জানান, এই দু'জন ছাত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের বক্তব্যে অসঙ্গতি ছিল। কোনও কথা তারা আড়াল করার চেষ্টা করছিল বলে মনে হয়েছে তদন্তকারীদের। ঠিক সেই কারণে এই 2 ছাত্রকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে। তারপরই এই দু'জনকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ সূত্রের খবর, স্বপ্নদীপের মৃত্যুর নেপথ্যে জড়িয়ে রয়েছে 10 থেকে 15 জন প্রাক্তন পড়ুয়া। ধৃত দীপশেখর দত্ত বাঁকুড়ার বাসিন্দা ৷ মনোতোষের বাড়ি হুগলির আরামবাগে।
আরও পড়ুন:স্বপ্নদীপের রহস্য-মৃত্যু, 10 দিনের পুলিশ হেফাজত ধৃত সৌরভ চৌধুরীর