পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত কলকাতা পুলিশের মহিলা  SI সহ 2 - wb_kol_04_kolkata police asi and si corona positive_7201045

30 এপ্রিল জ্বর নিয়ে এম আর বাঙুর হাসপাতলে যান ময়দান থানার এক অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর । এরপর হাসপাতাল থেকে তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয় । পরে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

2 more police stuff infected with covid-19 virus in kolkata
কলকাতা পুলিশে নতুন করে কোরোনা আক্রান্ত 2

By

Published : May 8, 2020, 6:15 PM IST

Updated : May 8, 2020, 9:40 PM IST

কলকাতা, 8 মে : কোরোনায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশের আরও দুই কর্মী । ময়দান থানার এক ASI ও মানিকতলা থানার এক মহিলা SI আক্রান্ত হয়েছেন ৷ তাঁরা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন । এর জেরে নতুন করে কয়েকজন পুলিশকর্মীকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে বলে লালবাজার সূত্রের খবর ।

30 এপ্রিল জ্বর নিয়ে এম আর বাঙুর হাসপাতলে যান ময়দান থানার ওই অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর । এরপর হাসপাতাল থেকে তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয় । এরপর অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয় । পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এর জেরে ময়দান থানা জীবাণুমুক্ত করা হয়েছে । এছাড়াও ওই থানার কয়েকজন পুলিশকর্মীকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে । ওই আক্রান্ত পুলিশকর্মীর সংস্পর্শে আরও কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে ।

এদিকে, উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ডের এক চালকের মায়ের রিপোর্ট পজ়িটিভ এসেছিল । ওই একই আবাসনে থাকেন মানিকতলা থানার এক মহিলা SI । তাঁরও রিপোর্ট পজ়িটিভ আসায় আতঙ্কিত আবাসনের বাসিন্দারা । আবাসনটিকে জীবাণুমুক্ত করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে । এই নিয়ে এখনও পযন্ত কলকাতা পুলিশের 12 জন কর্মী কোরোনায় আক্রান্ত হলেন ।

Last Updated : May 8, 2020, 9:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details