পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত পঞ্চসায়রের বেসরকারি হাসপাতালের আরও 2 চিকিৎসক - কোরোনা ছোবলে পঞ্চসায়রে আরও দুই ডাক্তার

ফের পঞ্চসায়রের বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসক কোরোনায় আক্রান্ত হলেন ।

2 more doctors are infected with corona virus in kolkata
কোরোনা ছোবলে পঞ্চসায়রে আরও দুই ডাক্তার

By

Published : May 4, 2020, 12:07 AM IST

কলকাতা, 3 মে : কোরোনায় আক্রান্ত হলেন পঞ্চসায়রে অবস্থিত বেসরকারি এক হাসপাতালের দুই চিকিৎসক । তাঁদের মধ্যে একজন কোরোনা রোগীদের চিকিৎসা করেছেন । এর আগে এই হাসপাতালের অন্য দুই চিকিৎসক, এক নার্স ও দুই স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত হন । তাঁদের মধ্যে অনেকে এখন কোয়ারানটিনে রয়েছেন । ৷

30 এপ্রিল জানা যায় , পঞ্চসায়রের বেসরকারি এই হাসপাতালের দুই চিকিৎসক, একজন নার্স ও দু'জন স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই পাঁচজনের কেউ কোরোনা রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন না । হাসপাতালের আউটডোর ও ইনডোরে তাঁরা ডিউটি করেছেন । তাঁরা কীভাবে আক্রান্ত হলেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হয়েছিল ৷ আজ জানা যায়, এই হাসপাতালের অন্য আরও দুই চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন । জানা গেছে, এই দুই চিকিৎসকের কোরোনার উপসর্গ সেভাবে ছিল না । সোয়াবের নমুনা পরীক্ষার পর দেখা যায় তাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে একজন এই হাসপাতালের কোরোনা রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত । এই চিকিৎসকের কোরোনা সংক্রমণ ধরা পড়ায় তাঁকে হোম আইসোলেশন রাখা হয়েছে । অন্য যে চিকিৎসক কোরোনায় আক্রান্ত হয়েছেন তাঁকে এই হাসপাতালেই আইসোলেশন রাখা হয়েছে । তবে, তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷

কোরোনা রোগীদের চিকিৎসার সময় ওই চিকিৎসক PPE , N95 মাস্ক ব্যবহার করেছেন । এর পরও তিনি কীভাবে আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details