কলকাতা, 28 সেপ্টেম্বর : শিয়ালদা স্টেশনের পার্কিং জ়োন থেকে দুই সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 38 লাখ টাকার সোনা ৷ নদিয়া থেকে সেগুলি নিয়ে আসা হচ্ছিল ৷ খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স দু'জনকে গ্রেপ্তার করল ৷ গোয়েন্দাদের সন্দেহ এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক চক্রের যোগ রয়েছে ৷
শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার 2 সোনা পাচারকারী
STF সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তির নাম হাসিফুল মণ্ডল এবং শাহাদাত মণ্ডল । দু'জনেই নদিয়া জেলার মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এন্টালি থানায় ভারতীয় দণ্ডবিধির 120-বি, 413, 414 ধারায় মামলা রুজু করেছে STF ।
কয়েকদিন ধরে শহরে সোনা পাচার হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশ । বিশ্বস্ত সূত্রকে কাজে লাগিয়ে চলতে থাকে বিস্তারিত অনুসন্ধান । লাগাতার নজরদারির ফল মিলল মহালয়ার বিকেলে । পাচারকারীদের শিয়ালদায় আসার খবর পুলিশ আগেই পেয়েছিল ৷ তাই আজ দুপুর থেকেই স্টেশন চত্বরে ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে STF-র আধিকারিকরা ৷ এরপর বিকেলে দু'জন সন্দেহভাজনকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় 932 গ্রাম সোনার বাট । যার আনুমানিক বাজার মূল্য 38 লাখ টাকারও বেশি ৷
STF সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তির নাম হাসিফুল মণ্ডল এবং শাহাদাত মণ্ডল । দু'জনেই নদিয়া জেলার মুরুটিয়া থানা এলাকার বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এন্টালি থানায় ভারতীয় দণ্ডবিধির 120-বি, 413, 414 ধারায় মামলা রুজু করেছে STF । ধৃতদের আগামীকাল ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চাইবে পুলিশ । তাদের জেরা করে এই চক্রের পান্ডার হদিশ মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।