পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিৎপুরে ধৃত 2 মাদক কারবারি, উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার - dumdum

চিৎপুর এলাকা থেকে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ল দুই মাদক কারবারি ৷

ছবি
ছবি

By

Published : Mar 8, 2020, 9:05 AM IST

কলকাতা, 8 মার্চ : চিড়িয়ামোড় এলাকা ক্রমেই বেড়ে চলেছে মাদকের কারবার । কয়েকদিন আগে অভিযান চালিয়ে সেখান থেকে বেআইনি মদ বিক্রেতাদের গ্রেপ্তার করেছিল আবগারি বিভাগ । উদ্ধার হয়েছিল প্রচুর মদ । আর এবার ব্রাউন সুগার সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ ‌।

উদ্ধার হওয়া ব্রাউন সুগার

কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেলের কাছে খবর ছিল, চিড়িয়া মোড়ের কাছে দমদম রোড এলাকায় বিক্রি হচ্ছে ব্রাউন সুগার । কয়েকদিন ধরে ওই চত্বরের আশপাশে মাদকাসক্তদের প্রায়ই দেখা যাচ্ছে । চিতপুর রেল ইয়ার্ড সহ ওই এলাকার বিভিন্ন অংশে প্রকাশ্যেই চলছে মাদক সেবন । এর সঙ্গে চিৎপুর থানা এলাকায় ছোটখাটো চুরির ঘটনাও বেড়ে গেছে । সেই সূত্র ধরেই গতকাল সন্ধ্যায় সেখানে অভিযান চালায় কলকাতা পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে । নাম মহম্মদ তাকদির (59) এবং কাশিম বাবু মণ্ডল (52) । তাকদিরের বাড়ি কাশিপুর রোড এলাকায় এবং বাবু দমদম রোডের বাসিন্দা । তাদের কাছ থেকে প্রচুর ব্রাউন সুগার পুড়িয়া উদ্ধার হয়েছে । যার আনুমানিক মূল্য লাখেরও বেশি।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ব্রাউন সুগার কোথা থেকে এসেছে জানার চেষ্টা করছে পুলিশ । গোয়েন্দাদের অনুমান, এই ব্যবসার পিছনে কোনও বড়সড় মাদক কারবারির হাত রয়েছে । তাকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details