কলকাতা, 18 জানুয়ারি:গাড়ির নীচে রাখা ব্যাগ থেকে 50 লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Haridevpur Money Recovered)৷ হরিদেবপুরের বউবাজার থানা এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার ৷ এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম রাজেশ মল্লিক এবং অমিত কুমার দেব । এর মধ্যে অমিতের বাড়ি দক্ষিণ 24 পরগনায় এবং রাজেশের বাড়ি কলকাতার পিকনিক গার্ডেন রোডে ।
Money Recovered: কলকাতায় গাড়ির নীচে রাখা ব্যাগ থেকে মিলল 50 লক্ষ টাকা, গ্রেফতার 2 - কলকাতায় টাকা উদ্ধার
হরিদেবপুরের বউবাজার থানা এলাকা থেকে 50 লক্ষ টাকা উদ্ধারে গ্রেফতার 2 (Money Recovered Incident)৷
![Money Recovered: কলকাতায় গাড়ির নীচে রাখা ব্যাগ থেকে মিলল 50 লক্ষ টাকা, গ্রেফতার 2 ETV Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17520449-thumbnail-3x2-taka.jpg)
এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, সূত্র মারফত খবর পেয়ে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । তাঁদের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ । প্রথম অবস্থায় তাদের আটক করে বউবাজার থানায় নিয়ে যাওয়া হয় । এরপর ব্যাগ খুলতেই দেখা যায় তাতে ভর্তি নোট । সেখানে ছিল মোট 50 লক্ষ টাকা । কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে নিয়ে এলেন সেই বিষয়ে কোনও সদুত্তর তাঁরা দিতে পারেননি ৷ ফলে তাঁদের গ্রেফতার করে পুলিশ । আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁদের আদালতে পেশ করা হবে । নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছেন তার খোঁজ চালাবেন গোয়েন্দারা ।
সম্প্রতি কলকাতার বন্দর এলাকা থেকে উদ্ধার হয় নগদ প্রায় 11 কোটি টাকা। সেই ঘটনায় আগেই পার্কস্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও পুলিশি তদন্ত ধীরগতিতে হওয়ার ফলে বন্দর এলাকার সেই ঘটনার তদন্তভার চলে যায় ইডির হাতে । পরে ইডির গোয়েন্দারা কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ঘটনাস্থলে গিয়ে আমির খান নামে এক ব্যক্তির বাড়ি থেকে মোট 11 কোটি টাকা উদ্ধার করেন । কলকাতা পুলিশের তদন্তের গাফিলতি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট পার্কস্ট্রিট থানার এই ঘটনার তদন্তকারী আধিকারিককে ক্লোজ করে লালবাজার ।
আরও পড়ুন :এবার খড়দা, অধ্যাপকের ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ 32 লক্ষ টাকা !