কলকাতা, 28 ডিসেম্বর: শহর কলকাতায় ট্রাফিক আইন (Traffic Rules) যাঁরা মানবেন না, এবার থেকে তাঁদের দুর্ভোগ আরও বাড়বে ৷ কারণ, আইনভঙ্গকারীদের উপর সরাসরি কড়া নজর রাখবেন লালবাজারের (Lal Bazar) কর্তারা ৷ তার জন্য আনা হচ্ছে নয়া প্রযুক্তি ৷ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হচ্ছে 190টি অত্যাধুনিকমানের ইনফ্রারেড বুলেট ক্যামেরা (Infrared Bullet Camera) ৷ কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক এই ক্যামেরায় বন্দি হয়ে যাবে আইনভঙ্গকারীদের সমস্ত গতিবিধি ৷ তারপর সেই মুহূর্তের ভিডিয়ো সরাসরি পৌঁছে যাবে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকদের স্মার্ট ফোনে ৷
কলকাতা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মোট 190টি ইনফ্রারেড বুলেট ক্যামেরা কেনা হবে ৷ তার জন্য খরচ করা হবে প্রায় 5 কোটি 50 লক্ষ টাকা ৷ প্রত্যেকটি ক্যামেরাই 5 পিক্সেলের ৷ এর প্রধান সুবিধা হল, রাতের কম আলোয়, কিংবা শীতের কুয়াশাতেও আইনভঙ্গকারী গাড়ির নম্বর প্লেট-সহ সমস্ত জরুরি তথ্য ক্য়ামেরায় বন্দি হয়ে যাবে ৷ এমনকী, ঝড়, বৃষ্টি হলেও এই ক্যামেরার কর্মক্ষমতা কমবে না ৷ অত্যাধুনিক এই 190টি ক্যামেরার সঙ্গে সংযুক্ত করা হবে একটি বিশেষ সফটওয়্যার ৷ স্বতন্ত্র সার্ভারের মাধ্যমে ক্যামেরায় তোলা ছবি সংশ্লিষ্ট সফটওয়্যারের সহযোগিতায় সরাসরি পৌঁছে যাবে পুলিশকর্তাদের মোবাইলে ৷ ফলে যেকোনও অঘটন ঘটলে দ্রুত সিদ্ধান্ত নিতে সুবিধা হবে তাঁদের ৷