কলকাতা, 4 এপ্রিল: হাওড়ার শিবপুরে আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় আগ্নেয়াস্ত্র হাতে অংশগ্রহণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হল ৷ ধৃতের নাম সুমিত সাউ ৷ 19 বছরের সুমিত বিহারের বাসিন্দা ৷ তাঁকে মুঙ্গের থেকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ ৷ তৃণমূল কংগ্রেস সূত্রে অন্তত এমনটাই দাবি করা হয়েছে ৷ বিষয়টি নিয়ে টুইটারে সরব হয়েছেন দলের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, ইতিমধ্যেই পুলিশের কাছে নিজের 'দোষ কবুল' করেছেন ওই তরুণ ৷ কুণালের বক্তব্য, বিজেপির প্ররোচনাতেই যে শিবপুরে অশান্তি ছড়ানো হয়েছিল, এই গ্রেফতারির ঘটনাই তার প্রমাণ !
গত বৃহস্পতিবার রামনবমীর শোভাযাত্রা চলাকালীন অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর ৷ দফায় দফায় সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ৷ পরবর্তীতে সোশাল মিডিয়ায় 'সেই ঘটনার' বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তার মধ্যে একটি ভিডিয়োয় এক তরুণকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় ৷ রাজ্যের সরকার ও শাসকদলের তরফ থেকে দাবি করা হয়, রামনবমীর উৎসব পালনের আড়ালে আদতে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে ৷ এর জন্য প্রধান বিরোধী বিজেপিকে দায়ী করে তৃণমূল ৷ কিন্তু, পরে এই ভিডিয়োটিকেই নস্যাৎ করে দেয় গেরুয়াশিবির ৷ বলা হয়, সংশ্লিষ্ট ভিডিয়োটি মোটেও শিবপুরের ঘটনার নয় !