কলকাতা, 22 জুন: বৃহস্পতিবার স্কুলে গিয়ে মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর ৷ জানা গিয়েছে, তাঁর মৃত্যুর কারণ ম্যাসিভ হার্ট-অ্যাটাক ৷ ভবানীপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্রী ছিল আফিফা নাসিন ৷ তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার ৷ শোকাহত স্কুলের শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়ারা ৷
জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতো স্কুলে গিয়েছিলেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী আফিফা ৷ আচকাই সকাল সাড়ে নটা নাগাদ স্কুলে প্রার্থনার সময় সংজ্ঞাহীন হয়ে পড়ে যায় বছর সতেরোর আফিফা নাসিন। এমন ঘটনা দেখে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য বন্ধু-বান্ধব, কর্মচারীরা সকলেই এগিয়ে আসেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি একটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা আফিফাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর ওই ছাত্রীর মৃত্যু হয়েছে ম্যাসিভ হার্ট-অ্যাটাকে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। ইতিমধ্যে ছাত্রীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
অন্যদিকে খবর দেওয়া হয় ছাত্রীর পরিবারকেও ৷ তাঁদের দাবি, সকাল থেকে কোনওরকম শারীরিক অসুস্থ ছিল না আফিফার ৷ এমনকী, কোনও ওষুধ তাকে নিয়মিত খেতে হত না। তার হার্টের কোনও সমস্যা ছিল কি না, তা জানা নেই পরিবারের। ফলে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া আদতে কী হয়েছিল তা স্পষ্ট করে কেউই বলতে পারেননি ৷