কলকাতা, 3 জুলাই: দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্য়ের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাহিনী জট কাটল ৷ তবে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি অন্য রাজ্য থেকেও বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ কেন্দ্রের তরফে পাঠানো নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, 485 কোম্পানি বাহিনীর মধ্যে 323 কোম্পানি কেন্দ্রের এবং বাকি 162 কোম্পানি বাহিনী অন্য রাজ্য থেকে আসতে চলেছে এরাজ্য়ে ৷ আর কেন্দ্রের তরফে বাহিনী সংক্রান্ত সেই নির্দেশিকা আসতেই তাদের মোতায়েনের ক্ষেত্রে প্রাথমিক নীল নকশাও তৈরি করে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সোমবারই রাজ্যের কোথায়, কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কমিশন।
রাজ্যের ভোট পরিচালনার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিরোধীরা ৷ প্রাথমিকভাবে কমিশন কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করলেও, শেষে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে পাঠায় রাজ্য নির্বাচন কমিশন ৷ যদিও সেক্ষেত্রেও গোল বাঁধে ৷ যে সংখ্যক বাহিনী চেয়ে পাঠিয়েছিল কমিশন সেই সংখ্যক বাহিনী একসঙ্গে কেন্দ্র আদৌ দিতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয় ৷ যার জেরে ভোটের দফা বাড়ানোর দাবি জানায় বিরোধীরা ৷ এদিনের নির্দেশিকার পর অবশ্য সেই জট অনেকটাই কাটল বলে মনে করছে রাজনৈতিকমহল ৷ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথমে 22 কোম্পানি তারপরে 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে ৷ এরপর রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে বাকি 485 কোম্পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।