কলকাতা, 12 জুন : মশারি টাঙানো নিয়ে দুই বন্ধুতে ঝগড়া ৷ যার জেরে রাগের বশে ঘুসি মেরে বন্ধুর প্রাণ কাড়ল এক কিশোর ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পালিয়ে যায় ৷ ঘটনাটি ঘটেছে বেহালার চণ্ডীতলা মেনরোড এলাকায় ৷ পরে অবশ্য বেহালা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷
মৃত সুমন শেখ (16) মুর্শিদাবাদের বাসিন্দা ৷ কলকাতায় দাদার সঙ্গে কাজ করতে আসে ৷ বেহালার চণ্ডীতলায় একটি বাড়ি ভাড়া করে থাকত সুমন, তার দাদা এবং অভিযুক্ত ওই কিশোর সহ 10 জন ৷ স্থানীয়রা জানান, গতরাতে সাড়ে নটা নাগাদ সবাই বাইরে ছিল ৷ সেই সময় সুমনের সঙ্গে অভিযুক্তের মশারি টাঙানো নিয়ে বচসা বাঁধে ৷