পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মশারি টাঙানো নিয়ে বচসা-হাতাহাতি, মৃত এক কিশোর - 16 year old a young died

মশারি টাঙানো নিয়ে দুই বন্ধুতে মারামারি ৷ আর তাতে মৃত্যু হল এক কিশোরের ৷ পলাতক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

মশারি টাঙানো নিয়ে বচসা-হাতাহাতি, মৃত 1
মশারি টাঙানো নিয়ে বচসা-হাতাহাতি, মৃত 1

By

Published : Jun 12, 2021, 3:23 PM IST

কলকাতা, 12 জুন : মশারি টাঙানো নিয়ে দুই বন্ধুতে ঝগড়া ৷ যার জেরে রাগের বশে ঘুসি মেরে বন্ধুর প্রাণ কাড়ল এক কিশোর ৷ ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পালিয়ে যায় ৷ ঘটনাটি ঘটেছে বেহালার চণ্ডীতলা মেনরোড এলাকায় ৷ পরে অবশ্য বেহালা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

মৃত সুমন শেখ (16) মুর্শিদাবাদের বাসিন্দা ৷ কলকাতায় দাদার সঙ্গে কাজ করতে আসে ৷ বেহালার চণ্ডীতলায় একটি বাড়ি ভাড়া করে থাকত সুমন, তার দাদা এবং অভিযুক্ত ওই কিশোর সহ 10 জন ৷ স্থানীয়রা জানান, গতরাতে সাড়ে নটা নাগাদ সবাই বাইরে ছিল ৷ সেই সময় সুমনের সঙ্গে অভিযুক্তের মশারি টাঙানো নিয়ে বচসা বাঁধে ৷

আরও পড়ুন : Newtown Shoot-out : ভুয়ো নামে সিম কিনে জাল তৈরি করছিল ভরত

অভিযোগ, দু‘জনের বচসা হাতাহাতির পর্যায়ে যায় ৷ অভিযুক্ত সুমনের বুকে অনবরত ঘুসি মারতে থাকে ৷ চিৎকার শুনে সুমনের দাদা ছুটে আসেন ৷ পরে অচৈতন্য অবস্থায় সুমনকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপরই অভিযুক্ত পালিয়ে যায় ৷

গতরাতে মৃতের দাদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ পলাতককে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু জারি রয়েছে ৷ দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details