কলকাতা, 21 ডিসেম্বর : রাজ্যে কমছে দৈনিক কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 515 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 1 হাজার 978 ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 41 জনের ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 40 ।
রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 38 হাজার 343 । মোট মৃত্যু হয়েছে 9 হাজার 401 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 95.11% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 342 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট 5 লাখ 12 হাজার 39 জন ৷ রাজ্যে বর্তমানে 16 হাজার 903 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷