কলকাতা, 9 জুন : সন্দেশখালির ঘটনায় উত্তাল কলকাতা । ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়াল BJP । মিছিল চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় BJP কর্মীদের । গ্রেপ্তার করা হয়েছে 15 জন BJP কর্মীকে । BJP পুলিশ ধস্তাধস্তির জেরে স্তব্ধ হয়ে যায় মধ্য কলকাতার যান চলাচল ।
এই সংক্রান্ত আরও খবর : BJP-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র সন্দেশখালির ন্যাজাট, মৃত 4
শনিবার সন্ধ্যায় সন্দেশখালির হাটগাছি গ্রামে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে বলে খবর । তৃণমূল ও BJP- র সংঘর্ষে রীতিমতো তপ্ত হয়ে ওঠে এলাকা । পরিস্থিতি আরও জটিল হয় কায়ুম মোল্লার নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে । তৃণমূলের অভিযোগ, BJP-র দুষ্কৃতীরাই এই খুন করেছে । BJP-র পালটা অভিযোগ, তাঁদের তিনজন কর্মীকে খুন করা হয়েছে । নাম সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল ও তপন মণ্ডল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় এই হিংসার ঘটনা ঘটেছে বলে দাবি করে BJP ।