কলকাতা, 12 জানুয়ারি: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছে রাজ্যের মোট 14টি পৌরনিগম ও পৌরসভার বর্তমান এবং প্রাক্তন প্রধানরা ৷ ইডি সূত্রে খবর, পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ আধিকারিকরা জড়িত রয়েছেন ৷ ইতিমধ্যে, এমন একাধিক নামের তালিকা ইডির হাতে রয়েছে ৷ আর সেই সূত্রেই, আজ সুজিত বসু, তাপস রায় এবং সুবোধ চক্রবর্তীর বাড়িতে সাত-সকালে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
ইডি সূত্রে খবর, সুজিত বসু, তাপস রায় এবং সুবোধ চক্রবর্তীর বাড়িতে সকাল থেকে চলা তল্লাশি অভিযানের পিছনে রয়েছে অয়ন শীল ৷ অর্থাৎ, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অয়নের থেকেই একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে ৷ তার ভিত্তিতেই আজকের এই অভিযান ৷ তবে, শুধু তৃণমূলের এই তিন দাপুটে নেতাই শুধু নন ৷ এমন একাধিক নাম ইডির হাতে রয়েছে ৷ আর সেই নামের তালিকা ইডি ডিরেক্টর রাহুল নবীনের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ আর তার পরেই আজ সকালে তিন হেভিওয়েট নেতার বাড়িতে অভিযান চালিয়েছে ইডি ৷
এর মধ্যে সংখ্যাটা সবচেয়ে বেশি উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন পৌরসভার ৷ যে তালিকায় কামারহাটি পৌরসভা, কাঁচরাপাড়া পৌরসভা, উত্তর ও দক্ষিণ দমদম পৌরসভার বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান-সহ আধিকারিকদের নাম রয়েছে ৷ ইডির দাবি অনুযায়ী, তাদের কাছে থাকা তথ্য বলছে, নিয়ম বহির্ভুতভাবে নিয়োগ করে কোটি কোটি কালো টাকা রোলিং করা হয়েছে ৷ আর সেখানে কামারহাটি পৌরসভা, কাঁচরাপাড়া পৌরসভা, বরাহনগর পৌরসভা, উত্তর ও দক্ষিণ দমদম পৌরসভা-সহ মোটি 14টি পৌরসভার নাম তদন্তকারীদের তালিকায় রয়েছে ৷