পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol-Ballygunge Bye Poll : উপনির্বাচনে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হল আসানসোলে - Asansol Ballygunge Bye Poll

বালিগঞ্জ এবং আসানসোল উপনির্বাচনের জন্য মোতায়ন করা হয় 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ এদিন মোট বাহিনীর সংখ্যা বেড়ে হল 138 কোম্পানি (138 Company Central Force to be deployed for Asansol Ballygunge By poll)। 5 কোম্পানি বাহিনী বাড়ানো হল আসানসোলে ৷

election commission
election commission

By

Published : Apr 11, 2022, 6:44 PM IST

কলকাতা, 11 এপ্রিল : বিধানসভা হোক বা পৌরসভা, বিরোধীরা বারবার ভোটে কারচুপি, বুথ দখল, প্রার্থীদের হুমকির অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে ৷ রাজ্যে একের পর এক ঘটছে হিংসার ঘটনা ৷ রামপুরহাট গণহত্যার ঘটনায় এমনিতেই সরগরম রাজ্য ৷ এই পরিস্থিতির মাঝেই মঙ্গলবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৷

উপনির্বাচন সুষ্ঠুভাবে করা এখন বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ৷ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপোস করতে রাজি নয় কমিশন । তাই রাজ্য পুলিশে কেবল আস্থা না-রেখে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন ৷

কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে আগামীকাল রাজ্যের দু‘টি কেন্দ্রের উপনির্বাচন । বালিগঞ্জ এবং আসানসোল উপনির্বাচনের জন্য মোতায়ন করা হয় 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ কিন্তু এদিন 5 কোম্পানি বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা । এবার মোট বাহিনীর সংখ্যা বেড়ে হল 138 কোম্পানি (138 Company Central Force to be deployed for Asansol Ballygunge By polls) ।

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতেই মোতায়ন করা হল আরও পাঁচ কোম্পানি বাহিনী বলে খবর । যদিও এর আগেই আসানসোল ও বালিগঞ্জের জন্য দেওয়া হয়েছিল 133 কোম্পানি আধাসামরিক বাহিনী । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, উপনির্বাচন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মোতায়ন থাকবে বাহিনী ।

এর আগে ঠিক হয়েছিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ব্যবহার করা হবে 17 কোম্পানি বাহিনী । 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে আসানসোলে । এদিন আরও 5 কোম্পানি বাহিনী বাড়ানো হল আসানসোলে ৷

আরও পড়ুন :Mamata on ED-CBI : উত্তরপ্রদেশ, বিহার, অসমে কত সিবিআই তদন্ত হয় ; প্রশ্ন মমতার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details