পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দৈনিক সংক্রমণ কমে 133, 24 ঘণ্টায় মৃত 1 - কলকাতা কোরোনা ট্র্যাকার

একদিনে আক্রান্ত হয়েছেন 133 জন ৷ রাজ্যে মোট 10 হাজার 233 জন প্রাণ হারিয়েছেন ।

ছবি
ছবি

By

Published : Feb 15, 2021, 9:58 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : রাজ্যে এক ধাক্কায় কমল দৈনিক সংক্রমণ ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 133 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 190 ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 72 হাজার 728 ৷ হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন 258জন ৷ হাসপাতাল থেকে এখনও পর্যন্ত মোট 5 লাখ 58 হাজার 535 জন ছাড়া পেয়েছেন ৷

গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 1 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 10 হাজার 233 জন প্রাণ হারিয়েছেন । গতকাল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে 83 লাখ 367 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হল 83 লাখ 15 হাজার 367 ৷

আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে কলকাতা প্রথমে । গত 24 ঘণ্টায় শহরে কারও মৃত্যু হয়নি ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 35 জন ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 42 জন, কারও মৃত্যু হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details