কলকাতা, 22 মার্চ: গভীর রাতে শহরে নাকা চেকিংয়ে মিলল সাফল্য ৷ জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে কলকাতা পুলিশের নারকোটিক্স সেলের গোয়েন্দারা ৷ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল গাঁজা ৷ ঘটনায় একটি গাড়ি-সহ ইমরান নামক এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ তাকে জেরা করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Kolkata Police Narcotics Department recovered huge amount of ganja) ৷
লালবাজার সূত্রে খবর, গতকাল রাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর নাকা চেকিং হচ্ছিল ৷ সেই সময় একটি ভিন রাজ্যের নম্বর প্লেট লাগানো গাড়ি দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টদের ৷ গাড়িটি থামিয়ে রাস্তার ধারে রাখার নির্দেশ দেন ট্রাফিক সার্জেন্ট ৷ এরপর চালকের সঙ্গে কথা বলে তার কথায় অসংগতি খেয়াল করেন ট্রাফিক পুলিশ কর্মীরা ৷ এরপরই স্থানীয় সার্ভে পার্ক থানায় একটি লিখিত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷