কলকাতা , 23 মে : একদিনে রাজ্যে নতুন করে কোরোনা ভাইরাসে আক্রান্ত হলেন 127 জন । এ নিয়ে রাজ্যে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল 3459-এ । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চারজন ।
রাজ্যে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 127 জন । সব মিলিয়ে এখন রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজারের কাছাকাছি । অন্যদিকে , মৃতের সংখ্যাও ক্রমবর্ধমান ।গত 24 ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে রাজ্যে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 197 জন-এ ।