পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue in Kolkata: উত্তর কলকাতার 12টি ওয়ার্ড ডেঙ্গিহীন, জানাল কলকাতা পৌরনিগম - উত্তর কলকাতা

ডেঙ্গু নিয়ে এখন কলকাতাও দু'ভাগে বিভক্ত ৷ দক্ষিণ কলকাতায় যখন ডেঙ্গি আক্রান্তের বারবারন্ত, তখন উত্তর কলকাতার একাধিক ওয়ার্ড থাকল ডেঙ্গু মুক্ত ৷

Etv Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 10:49 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: চলতি বছর কলকাতায় ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত গত বছরের তুলনায় কম। তবে সেই সংখ্যাটাও ভাবাচ্ছে পৌর স্বাস্থ্য বিভাগকে। এই পরিস্থিতিই নজিরবিহীন ঘটনা কলকাতার 12টি ওয়ার্ডে ৷ সেখানে এখনও পর্যন্ত থাবা বসাতে পারেনি ডেঙ্গি। এমনটাই কলকাতা পৌরনিগমের সূত্র মারফত জানা গিয়েছে ৷

বিগত কয়েক বছরে কলকাতায় ডেঙ্গি সংক্রমণের তথ্য দেখলে বোঝা যায়, দক্ষিণ কলকাতা ডেঙ্গির জন্য বড়ই চিন্তার কারণ। তবে স্বস্তি দিয়েছে কলকাতার আর এক প্রান্ত ৷ উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু ওয়ার্ডে ডেঙ্গির প্রভাব নেই বললেই চলে। কলকাতায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সিংহভাগ দক্ষিণ কলকাতায়। এর মধ্যেও উত্তর কলকাতার 12, 16, 17, 19, 22, 38, 40, 41 নম্বর ওয়ার্ড ডেঙ্গু মুক্ত ৷ অন্যদিকে ভবানীপুর ও গার্ডেনরিচের 75, 76, 142, 143 নম্বর ওয়ার্ডও ডেঙ্গু মুক্ত বলে জানা গিয়েছে।

পৌরনিগমের এক আধিকারিক জানান, ডেঙ্গু আটকাতে বছরের প্রথম থেকেই সচেতনতা শুরু করি আমরা। তবে এই সময়কালে ডেঙ্গু প্রতি বছরই বাড়বে। ফের ঠান্ডা পড়লে কমবে আক্রান্তের সংখ্যা। যে সমস্ত জায়গায় ডেঙ্গু এখনও থাবা বসায়নি, সেই ওয়ার্ডগুলোতেও সমানভাবে স্বাস্থ্য কর্মীদের নজর রাখতে বলা হয়েছে ৷ যাতে সেখানে নতুন করে ডেঙ্গু না-হয়। বন্ধ বাড়ি থেকে ছাদে জমা জল, আগাছা পরিষ্কার এই সব দিকেই নজর রাখা হচ্ছে। নাগরিকদেরও সচেতন হতে হবে। তবেই এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে।

আরও পড়ুন: ডেঙ্গিমুক্ত ওয়ার্ড গড়লে সাফাইকর্মীদের পুরস্কার! বারাসতে প্রশংসিত নির্দল কাউন্সিলরের উদ্যোগ

সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত তালিকা অনুসারে কলকাতার 29টি ওয়ার্ড স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে । এই ওয়ার্ডগুলোতে চলছে বাড়তি নজদারি। এই স্পর্শকাতর ওয়ার্ডগুলির মধ্যে উত্তর, মধ্য ও পূর্ব কলকাতার রয়েছে মাত্র 5টি ওয়ার্ড। বাকি সবটাই দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব কলকাতার। বালিগঞ্জ, কসবা, যাদবপুর, বাইপাস সংলগ্ন একাধিক ওয়ার্ড ডেঙ্গি আক্রান্তের তালিকায় রয়েছে। রয়েছে হরিদেবপুর, পুটিয়ারি, বেহালা, ঠাকুরপুকুর। জানা গিয়েছে, এই 12টি ওয়ার্ড বাদে বাকি 103টি ওয়ার্ডের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে কার্যত চিন্তায় কলকাতা পৌরনিগম। এই পরিস্থিতি প্রতি ওয়ার্ডে, বাড়ি বাড়ি স্বাস্থ্য কর্মীরা যাচ্ছেন সার্ভে করতে, সাধারণ মানুষকে সচেতন করতে। অভিযান চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও।

ABOUT THE AUTHOR

...view details